আর্থিক অনিয়ম ও স্বেচ্ছাচারের অভিযোগ এনে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণ চেয়ে বিক্ষোভ ও ভাঙচুর করেছে ছাত্রলীগ। এ সময় কার্যালয়ে তালা লাগিয়ে দিলে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকেন অধ্যক্ষ জেরিন সুলতানা।
অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ বলেন, অনৈতিক আর্থিক সুবিধা না দেয়ায় ছাত্রলীগ তার বিরুদ্ধে এসব করছে।
ছাত্রলীগের নেতাকর্মীদের অভিযোগ, জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে অধ্যক্ষ জেরিন সুলতানার আঁতাত রয়েছে। এ ছাড়া তিনি অনুমোদনহীনভাবে কলেজের দীঘির মাছ বিক্রিসহ বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। এসব অভিযোগে আজ দুপুর থেকে কলেজ ক্যাম্পাসে তারা বিক্ষোভ সমাবেশ করেন।
জানা যায়, বিক্ষোভকারীদের একটি অংশ কলেজ অধ্যক্ষের কার্যালয় ভাঙচুর করে এবং তাতে তালা লাগিয়ে দেয়। এতে তিন ঘণ্টার মতো সেখানে অবরুদ্ধ থাকেন অধ্যক্ষ জেরিন সুলতানা।
অভিযোগের বিষয়ে অধ্যক্ষ জেরিন সুলতানা বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের আর্থিক অনৈতিক সুবিধা না দেয়ায় তারা আমার বিরুদ্ধে এ ধরনের কর্মকা- করছে। বিষয়টি আমি মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে জানিয়েছি। তিনি এসব বিষয়ে অবগত আছেন।’