ঢাকা: আগামী নির্বাচনকে ঘিরে প্রচারে নেমেছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদও নিয়েছেন তিনি। গণপ্রতিনিধিত্ব আদেশ আইন সংশোধনের পর দলে যোগ দিয়েই নির্বাচনের পথও খুলেছে। তাহলে কি জয় প্রতিদ্বন্দ্বিতা করছেন আগামী নির্বাচনে- এমন প্রশ্ন অনেকের মনে থাকলেও আওয়ামী লীগের সূত্র জানিয়েছে, জবাব হচ্ছে, না। আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো পরিকল্পনা এখন পর্যন্ত করছেন না প্রধানমন্ত্রীর ছেলে।
তবে নির্বাচনকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে জনসংযোগে আরও বেশি ব্যস্ত হবেন জয়। নির্বাচনের আগ পর্যন্ত দলের সাংগঠনিক প্রস্তুতি এবং কৌশল নির্ধারণেও তিনি রাখবেন অবদান।
সূত্র ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে জানায়, হঠাৎ করেই ভোটের রাজনীতিতে নিজেকে জড়াতে চান না সজীব ওয়াজেদ। নির্বাচন করতে গিয়ে কোনো কারণে নিজের ভাবমূর্তি সংকটে পড়ুক এমনটাও চান না তিনি। জয় তার ঘনিষ্ঠদের কাছে বলেছেন, আওয়ামী লীগের কর্মী হিসেবেই জনগণের পাশে থাকবেন তিনি। প্রধানমন্ত্রীর ছেলে পরিচয়ে নয়, নিজের রাজনৈতিক অবস্থান সুদৃঢ় করেই নির্বাচনী লড়াইয়ে নামবেন-এমন কথাও বলেছেন তিনি।
সূত্র জানায়, প্রধানমন্ত্রীও চান না এখনি ভোটের রাজনীতিতে নিজেকে জড়িয়ে ফেলুক জয়। নিজেকে তৈরি করতে সময় নেয়ার পক্ষে তিনিও।
তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ মনে করেন, জেয় এরই মধ্যে তার মেধা ও যোগ্যতার পরিচয় দিয়েছেন। তাই নির্বাচনে তিনি প্রার্থী হলে অবাক হওয়ার কিছু হবে না। তবে প্রার্থী না হলেও তিনি আওয়ামী লীগের হয়ে নির্বাচনের মাঠে থাকবেন, এটা নিশ্চিত করেই বলেছেন জাফরুল্লাহ।
আওয়ামী লীগ নেতারা জানান, এবার প্রকাশ্যে থাকলেও ২০০৮ সালের নির্বাচনের আগেও পর্দার আড়াল থেকে ভূমিকা রেখেছিলেন জয়। ডিজিটাল বাংলাদেশ গড়ার ভাবনাটা এসেছিল তার কাছ থেকেই। তবে এবার সেই ভূমিকাটি প্রকাশ্যে নিয়ে আসার মূল উদ্দেশ্য নিজেকে রাজনীতির ময়দানে প্রতিষ্ঠিত করা।
এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত পেজ খুলেছেন জয়। নির্বাচন, রাজনীতি ও আগামীতে ক্ষমতায় গেলে তথ্য-প্রযুক্তি খাতে আওয়ামী লীগের পরিকল্পনা নিয়েও খোলামেলা বক্তব্য রাখেন তিনি। এছাড়া ইতিমধ্যে তৃণমূলে জনসংযোগের জন্য বিভিন্ন জেলা ঘুরে বেড়ানো শুরু করেছেন জয়।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ পান প্রধানমন্ত্রীর পুত্র।
(ঢাকাটাইমস/২ নভেম্বর/এইচএফ/এসআর/ঘ.)
- See more at: http://www.dhakatimes24.com/index.php?view=details&data=Food&news_type_id=1&menu_id=12&news_id=70864#sthash.SgelLP80.dpuf