ঢাকা: প্রধানমন্ত্রীর প্রস্তাব মেনে নির্বাচনকালীন সরকারে বিএনপি যোগ দেবে না ধরে নিয়েই এগুচ্ছে সরকার। অচিরেই এই সরকার গঠন হবে বলেও জানিয়েছে সরকারের সূত্রগুলো।
১৬ অক্টোবর জাতির উদ্দেশে ভাষণে সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া এই প্রস্তাব না মেনে না নেয়ায় বিএনপিকে বাদ দিয়েই এই সরকার গঠনের পথে আগাচ্ছে আওয়ামী লীগ। বিরোধী জোট না এলে হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি, এবং মহাজোটের অন্য শরিক দলের থেকে নেতাদের নিয়েই গঠন হবে এই সরকার।
এখন প্রশ্ন হচ্ছে কবে হবে এই সরকার। আওয়ামী লীগের নেতারা সুনির্দিষ্টভাবে দিনক্ষণ বলতে না পারলেও জানিয়েছেন, এই প্রক্রিয়া শুরু হবে অল্প কদিনের মধ্যেই।
আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত জানিয়েছেন, মন্ত্রিসভার সদস্যরা শিগ্গির প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এরপরই নির্বাচনকালীন ছোটো সরকার গঠন করা হবে। এটিই হবে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার। এই সরকার শুধু নির্বাচন করবে। কোনো ধরনের নীতিগত সিদ্ধান্ত নেবে না।
সংবিধান অনুযায়ী নির্বাচন হবে আগামী ২৪ জানুয়ারির মধ্যে। সংবিধানের বিধান অনুযায়ী সরকারের শেষ তিন মাসের মধ্যে পেরিয়ে গেছে নয়দিন। সরকার এবং নির্বাচন কমিশনের সূত্রগুলো জানিয়েছে, ২৪ জানুয়ারি পর্যন্ত নির্বাচনের সময় থাকলেও ভোট হবে অন্তত ১০ দিন আগে। এই ভোটের অন্তত ৪২ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করতে হবে নির্বাচন কমিশনকে। প্রথম ৯ দিন এরই মধ্যে শেষ হয়েছে। শেষের ১০ দিন এবং প্রস্তুতিন ৪৫ দিন বাদ দিলে শেষ ৯০ দিনের মধ্যে বাকি থাকে আর ২৬ দিন। কাজেই এর আগেই করতে হবে অন্তর্বর্তী সরকার।
সরকারের সূত্রগুলো জানিয়েছে, নির্বাচনকালীন সরকারের বেশ কিছু কাজ থাকে, সে জন্য হাতে সময় রেখেই গঠন হবে এই সরকার।
কবে হবে এই সরকার- জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘এই বিষয়ে এখনও আলোচনা চলছে। এই আলোচনা শেষ হলেই গঠন হবে সর্বোদলীয় সরকার’।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হেসেন চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকার কবে দায়িত্ব নেবে, তা এখনও দলের নেতাদের এখনও জানাননি প্রধানমন্ত্রী।
তবে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম জানান, নির্বাচনের তফসিল ঘোষণার এই সরকার গঠন হবে।
আর চলতি মাসেই এই তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সূত্র।
আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন দলের সাথে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা করছেন। আলোচনা শেষ হলেই এই সরকার গঠন হবে।
(ঢাকাটাইমস/৩অক্টোবর/ওএফ/এসআর/১২.২০ঘ.)