বেড়ানোর জন্য সবচেয়ে উপযোগি হল শীত মৌসুম। অনেকে বছরের এই মৌসুমটাকে রেখে দেন পরিবার কিংবা বন্ধু বান্ধবদের নিয়ে বেড়ানোর জন্য। তবে সঠিক পরিকল্পনার অভাবে খেই হারিয়ে ফেলেন কেউ কেউ। আপনি যাতে খেই হারিয়ে না ফেলেন তাই এই শীতে কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন তা নিয়ে রইল আজকের ফিচার--
কুয়াকাটা:
সাগর কন্যা কুয়াকাটা। বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কুয়াকাটার আয়াতন দৈর্ঘ্যে ৩০ কিঃ মিঃ ও প্রস্থে ৬ কিঃ মিঃ। কুয়াকাটা বিশ্বের এমন এক বিরল জায়গা যেখানে বঙ্গোপসাগরের নীল জল রাশিতে একই স্থানে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। এই বৈশিষ্ট কুয়াকাটাকে বিশ্বের অন্যতম বিরল সৈকতে পরিণত করেছে। এখানে আছে দীর্ঘ বালুময় সৈকত ও ম্যানগ্রোভ ফরেষ্ট সুন্দরবনের একাংশ ফাতরার চর, আছে এশিয়ার অন্যতম বৃহৎ বৌদ্ধমূর্তি, ফয়েজ মিয়ার নারিকেল বাগান, শুটকী পল্লী এবং উপজাতী রাখাইন সংস্কৃতি। তাই এখানে বেড়াতে গেলে আনন্দ কিন্তু কম পাবেন না মোটেই।
সুন্দরবন:
বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেষ্ট বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার এর বাসস্থান সুন্দরবনে। বর্তমানে এটি বিশ্ব ঐতিহ্য। এখানে উপভোগ করতে পারেন বার্ড ওয়াচিং, এ্যাডভেঞ্চার ট্রেকিং, ক্যানেল ক্রুজিং সহ জীবজন্তু। তবে অবশ্যই সঙ্গে গাইড নিতে ভুলবেন না।
কক্সবাজার:
বিশ্বের দীর্ঘতম সমূদ্র সৈকত (১২০ কিঃমিঃ)। এখানে উপভোগ করা যাবে সূর্যাস্তের অপার সৌন্দার্য। বেড়ানো যাবে হিম ছড়ি, ইনানী সৈকত, রামু, পাহাড়ি দ্বীপ মহেশখালীতে প্রাচীন আদীনাথ মন্দির, টেকনাফে নাফ নদীর সীমাহীন সৌন্দর্য। এছাড়াও পরিচিত হতে পারবেন উপজাতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে।
সিলেট:
দু'টি পাতা একটি কুড়ির দেশ সিলেট। পূন্যভূমি সিলেটে পাহাড়ি ঝর্ণা ও পাহাড়ী নদী পিয়াইন আপনাকে দিবে জাফলং বেড়ানোর ভিন্ন আমেজ। শ্রীমঙ্গলে 'লউয়াছড়া রেইন ফরেষ্ট' বেড়ানো'তো রিতিমত এ্যাডভেঞ্চার! সর্বোপরি সাধক পুরুষ আউলিয়া হযরত শাহজালাল (রাঃ) ও হযরত শাহপরান (রাঃ) এর মাজার যেন সকল ধর্মের মানুষের মিলনস্থল।
রাঙ্গামাটি:
ঘুরে আসুন লেক ও পাহাড়ের শহর রাঙ্গামাটি। পার্বত্য এই জেলায় আপনি খুঁজে পাবেন এক ভিন্ন বাংলাদেশ। প্রকৃতির সাথে মিতালী পাকাতে যারা ভালোবাসেন তারা অবশ্যই আসবেন পাহাড়ী শহর এই রাঙ্গামাটিতে।
(ঢাকাটাইমস/৮নভেম্বর/ফিচার/এসএ/ঘ)