ঢাকা : আপনার একজন মনের মানুষ থাকতেই পারে। তাই বলে অন্য সবার সাথে সম্পর্ক ছেদ করা তো উচিৎ নয়। অনেকে আবার নিজেদের সম্পর্কের মাঝে অন্য কাইকে সহ্য করতে পারেননা। শুধু এ কারণেই নয় আপনার ব্যক্তিগত জীবন স্বাভাবিক ও সহজ রাখার জন্যে আপনাকে অবশ্যই ৬ টি বিষয় খেয়াল রাখতে হবে।
১.আপনি যাকে ভালবাসেন বা যার সাথে প্রেমের সম্পর্ক রয়েছে তার সামনে ভুলেও আপনার অতীত মনের মানুষের কথা বলবেননা। আপনি না চাইলেও হয়তোবা সে আপনাকে নিয়ে সারাজীবন কাটিয়ে দিতে চায়। সবসময় তাকে নিরাপদে রাখার চেষ্টা করুন। তাহলে উভয়েই ভাল থাকবেন।
২. ছেলেদের ক্ষেত্রে কোন ভালো মেয়েবন্ধু থাকতেই পারে। আবার মেয়েদের ক্ষেত্রে কোন ভাল ছেলেবন্ধু থাকতে পারে। তবে আপনার প্রিয়জনের সাথে তার মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা বা ফেইসবুক আইডি শেয়ার করা উচিৎ হবেনা। তাতে সন্দেহের সৃষ্টি হতে পারে।
৩. আপনি তাকে মোবাইল পাসওয়ার্ড বা এটিএম পিন জানাবেননা। কারণ সম্পর্কের মধ্যে একটু হলেও দূরত্ব থাকা উচিৎ।
৪. আপনার কর্মস্থলের বেতনের কথা গোপন রাখবেন। যদি আপনি বিবাহিত বা বিবাহিতা হন তার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
৫. আপনাদের দু’জনের অনেক স্মৃতি থাকতে পারে। সেটি কখনো অন্যের সামনে প্রকাশ করবেননা। তাতে আপনার মর্যাদা নষ্ট হতে পারে।
৬. আপনার যদি পূর্বে কারো সাথে সম্পর্ক থেকে থাকে তবে সেটি প্রকাশ করার প্রয়োজন নেই। অন্য এক সময় আপনি এটি নিয়ে তার সামনে অনুসূচনা করতে পারেন।
আপনার একজনের সাথে সম্পর্ক হলে তার কাছে সব বিষয়ে বলা আগ্রহ জাগতেই পারে। তবে আপনার আবেগকে নিয়ন্ত্রণ করে কিছু বিষয় প্রকাশ করা থেকে বিরত থাকুন। আপনি ভাল থাকবেন।
(ঢাকাটাইমস/ ৮নভেম্বর/এসইউএল/এআর/ ঘ.)