সিরাজগঞ্জ-২: আ.লীগের মনোনয়ন দৌড়ে এগিয়ে মিল্লাত মুন্না
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ নভেম্বর, ২০১৩ ১১:৫৬:২২

ঢাকা: সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত (মুন্না)। বিগত নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জান্নাত আরা হেনরীর চেয়ে এলাকায় তাঁর গ্রহণযোগ্যতা বেশি থাকায় তাকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগের নীতিনির্ধারকরা। এখন শুধু আনুষ্ঠানিকতাই বাকি বলে দলের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
বিগত সময়ে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে হলমার্কসহ নানা দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করায় হেনরীর অবস্থান এলাকায় নেতিবাচক। তাছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ-১ আসন থেকে নির্বাচন করবেন। বিষয়টি ঠিক হওয়ায় সিরাজগঞ্জ-২ আসনে ডা. হাবিবে মিল্লাতের কোনো বিকল্প নেই বলে মনে করা হয়।
এক সময় ওই আসনটি ঘিরে আওয়ামী লীগের মধ্যে একাধিক গ্রুপ থাকলেও বর্তমানে জেলার সাধারণ সম্পাদক কেএম হোসেন আলী হাসান ও উপজেলা চেয়ারম্যান আবু মো. গোলাম কিবরিয়াসহ, শহর, থানা, উপজেলার বিভিন্ন কমিটির নেতাকর্মীরা ডা. হাবিবে মিল্লাতের সঙ্গে আছেন। তাছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে সিরাজগঞ্জের তৃণমূলের নেতাদের মতবিনিময় কালে গোপন ভোটে ডা. মিল্লাত শতভাগ সমর্থন পেয়েছেন বলে জানা গেছে।
গত পাঁচ বছর ধরে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত অগ্রাধিকার প্রকল্পের সমন্বয়ক হিসেবে মিল্লাত মুন্না সিরাজগঞ্জের বিভিন্ন কাজের নেতৃত্ব দিয়েছেন। স্থায়ীভাবে নদীর ভাঙন রোধ, মেরিন টেকনোলজি ইনস্টিটিউট, শিল্পপার্ক, বিদ্যুৎ প্রকল্প স্থাপন, রেল যোগাযোগের উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রমে অবদান রেখে এলাকায় ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন। শহর থেকে গ্রাম পর্যন্ত বিভিন্ন স্বাস্থ্য ক্যাম্প, শিক্ষাবৃত্তিসহ সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমেও তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।
এছাড়া বিভিন্ন জরিপ প্রতিবেদনেও ডা. মিল্লাত সম্পর্কে ইতিবাচক মন্তব্য করা হয়েছে। অন্যদিকে জান্নাত আরা হেনরীর অবস্থা ভাল নয় বলে উল্লেখ করা হয়েছে। তাছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমকে সিরাজগঞ্জ-১ আসন থেকে প্রার্থী করার সুপারিশ করা হয়েছে। তাই সিরাজগঞ্জ-২ আসনে মিল্লাত মুন্নার মনোনয়ন অনেকটাই নিশ্চিত।
যোগাযোগ করা হলে ডা. হাবিবে মিল্লাত ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘গত পাঁচ বছর ধরে নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে কাজ করছি। আওয়ামী লীগের কর্মকাণ্ডে সক্রিয় আছি। এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছি। আশা করছি দল এর মূল্যায়ন করবে। মনোনয়ন পেলে সাধারণ মানুষের বিপুল সমর্থন পাবো ও জয়ী হব।’