ঢাকা: নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে থাকছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের দুই প্রবীণ নেতা আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ। এছাড়া মহাজোটের শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও থাকছেন এ মন্ত্রিসভায়। সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় সরকারের মন্ত্রিসভা গঠন করা হবে। এজন্য বিরোধীদল বিএনপির কাছে তালিকাও চেয়েছেন তিনি। এছাড়া বিএনপি যেসব মন্ত্রণালয় চাইবে সেগুলোই দেয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন। কিন্তু বিরোধীদল এখনও সর্বদলীয় সরকারের বিপক্ষে নিজেদের অবস্থান ধরে রেখেছে।
সূত্রে জানা গেছে, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল না এলেও যথাসময়ে সর্বদলীয় সরকার গঠন করা হবে। এনিয়ে প্রস্তুতিও চলছে। গত সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৫ দিনের মধ্যে সর্বদলীয় সরকার গঠনের কথা বলেছেন।
তিনি বলেছেন, নির্বাচনকালীন ঐ সরকারে অন্যসব দলগুলোর প্রতিনিধিরা থাকবেন। মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি প্রথম দিকে বিএনপি না গেলে সর্বদলীয় সরকারে যাবে না বললেও এখন তারা সর্বদলীয় সরকারে থাকবেন বলে জানা গেছে।
জানতে চাইলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ঢাকাটাইমসকে বলেন, ‘আমি এখনও বিষয়টি সম্পর্কে জানি না। সময় এলে সবই জানা যাবে।’
এছাড়া আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা ফোন ধরেননি।
(ঢাকাটাইমস/ ৫ নভেম্বর/ এইচএফ/এআর/ ১৭.৩০ঘ.)