logo ০৬ মে ২০২৫
মন্ত্রীদের পদত্যাগপত্রে সই, যে কোনো সময় জমা
হাবিবুল্লাহ ফাহাদ, ঢাকাটাইমস
০৭ নভেম্বর, ২০১৩ ০০:৩৬:১৭
image


ঢাকা: সর্বদলীয় সরকার গঠনের ক্ষেত্র তৈরি করতে মহাজোট সরকারের মন্ত্রিসভার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা যে কোনো সময় পদত্যাগপত্র জমা দিতে শুরু করবেন। এ জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন মন্ত্রীরা।

তবে সব মন্ত্রী পদত্যাগ করবেন, এমন না। অন্তর্বর্তী সরকারেও বর্তমান সরকারের মন্ত্রীদের মধ্যে কেউ কেউ থাকছেন বলেও নিশ্চিত করেছে সরকারের সূত্র। পদত্যাগপত্রে মন্ত্রীরা লিখেছেন, ‘আপনার প্রস্তাবিত সর্বদলীয় সরকার গঠনের ক্ষেত্র প্রস্তুত করতে পদত্যাগের অভিপ্রায় ব্যক্ত করছি।’ পদত্যাগপত্র লেখার পাশাপাশি মন্ত্রণালয়ের অপেক্ষমান কাজগুলোও তাঁরা গুছিয়ে এনেছেন। পদত্যাগপত্র লিখে তাতে সইও করে রেখেছেন বেশিরভাগ মন্ত্রী।    

গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে মন্ত্রীদের পদত্যাগের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন। এছাড়া আগামী ১৫ দিনের মধ্যে সর্বদলীয় সরকার গঠন করা হবে বলেও বৈঠকে জানানো হয়।  

জানতে চাইলে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘সর্বদলীয় সরকার গঠনের পরিবেশ সৃষ্টি করতে পদত্যাগ করতে প্রস্তুত আছি। যেকোনো সময় পদত্যাগপত্র জমা দেবো’। এদিকে অপর একটি সূত্রে জানা গেছে, সর্বদলীয় সরকারের মন্ত্রিসভায় থাকতে পারেন হাসানুল হক ইনু। এছাড়া এই সরকাওে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও থাকতে পারে।  

এ বিষয়ে জানতে চাইলে হাসানুল হক ইনু জানান, ‘নির্বাচনের তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তী সরকার গঠিত হবে। তবে ওই মন্ত্রিসভায় আমি থাকবো কি না তা এখনও নিশ্চিত নয়।’   

পদত্যাগের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান। তিনি ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পদত্যাগে প্রস্তুত আছি। শিগ্গির প্রধানমন্ত্রীর কাছে তা জমা দেব।

সংবিধান অনুযায়ী প্রতি দশ জন সাংসদের মধ্য থেকে একজনকে মন্ত্রিসভায় নেয়ার সুযোগ আছে। এজন্য সংসদে প্রতিনিধিত্বকারী সবদলকেই সর্বদলীয় সরকারে আসার আহ্বান জানানো হয়েছে। কিন্তু বিরোধীদল বিএনপি ওই সরকারের অংশ না নেয়ার সিদ্ধান্তে এখনও অটল রয়েছে। সরকারের একটি সূত্র জানায়, বিএনপি অন্তবর্তী সরকারে না এলে আলোচনার ভিত্তিতে অনুপাত কমবেশি করা হবে।

(ঢাকাটাইমস/০৭নভেম্বর/এইচএফ/এসআর/ঘ.)