logo ২০ এপ্রিল ২০২৫
জোর করে কেউ ক্ষমতায় থাকতে পারবে না: ফরিদ আহমেদ মানিক
১৪ নভেম্বর, ২০১৩ ১২:০৭:২০
image

সরকার শুরু থেকেই বিরোধীদলের সঙ্গে অগণতান্ত্রিক আচরণ করছে। আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিরোধীদলের কথা বলার স্বাধীনতা কেড়ে নিচ্ছে। বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে বাধা সৃষ্টি করতে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মামলা দেয়া হচ্ছে। কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার করে কারাগারে রেখে বিরোধীদলের আন্দোলনকে প্রতিরোধ করার চেষ্টা করছে। আওয়ামী লীগ সরকার যে দমননীতির রাজনীতিতে বিশ্বাসী তারই প্রমাণ পাওয়া যায় এসব কর্মকাণ্ডের দিকে তাকালে। এসব করে অতীতে কেউ ক্ষমতায় বেশিদিন থাকতে পারেনি। আওয়ামী লীগও পারবে না। বলছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক। ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।  


ঢাকাটাইমস: নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির আন্দোলন ঠিক পথে আছে বলে আপনি মনে করেন?


শেখ ফরিদ আহমেদ মানিক: আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসন থেকে জনগণকে রক্ষা করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ‍দুর্বার আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। বিএনপি সেই কাজটি করছে। আমাদের দাবি পরিষ্কার। আমরা দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন দেখতে চাই না। দেশের ৯০ ভাগ মানুষও তাই মনে করে। মানুষ পরিবর্তন চায়। কিন্তু সরকার জোর করেই ক্ষমতায় থাকতে চায়। তাই বিরোধীদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা সৃষ্টি করছে। হামলা-মামলা-গ্রেপ্তার করে বিএনপির আন্দোলনের প্রতিরোধ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। সরকারের এ অপচেষ্টা কোনো ভাবেই সফল হতে দেয়া হবে না।


ঢাকাটাইমস:  সরকার বলছে বিএনপি নির্বাচন আসুক বা না আসুক সময় মতো নির্বাচন হবে। বিএনপিকে ছাড়া নির্বাচন হলেও সেটি কতটা গ্রহণযোগ্য হবে বলে মনে করেন?


ফরিদ আহমেদ মানিক: বিএনপির মতো এক বড় একটি রাজনৈতিক দল নির্বাচনে না গেলে নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি না। কারণ, দেশের জনগণের বড় একটি অংশ বিএনপির রাজনৈতিক মতাদর্শকে সমর্থন করেন। বিএনপি নির্বাচনে না গেলে তারা ভোট কেন্দ্রেও যাবে না। তাই নির্বাচন হলেও তা আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি না। তাছাড়া সরকার এক তরফা নির্বাচন  করতে চাইলে বিরোধীদল জনগণকে সঙ্গে নিয়ে সর্বাত্মক শক্তি দিয়ে তা প্রতিহত করবে।


ঢাকাটাইমস: রাজনৈতিক সমস্যা নিরসনে সংলাপ না হওয়ার পেছনে বিএনপিকে দোষারোপ করছে সরকারি দল...


ফরিদ আহমেদ মানিক: সংলাপের ব্যাপারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুরু থেকেই বলে আসছেন, নির্দলীয় সরকার নিয়ে আলোচনা হবে এমন নিশ্চয়তা পেলেই তিনি আলোচনায় রাজি আছেন। কিন্তু প্রধানমন্ত্রী যে আমন্ত্রণ জানিয়েছেন তা সর্বদলীয় সরকার নিয়ে। সরকার যেখানে তাদের অবস্থান থেকে এক চুলও নড়বে না সেখানে বিএনপি কেন তাদের দাবি থেকে সরে আসবে? তার পরও বিএনপি চেয়ারপারসন বলেছেন দুই দলের মহাসচিব পর্যায়ে আলোচনার জন্য তিনি অপেক্ষায় আছেন। কিন্তু সরকার গো ধরে বসে আছে। কারণ, সরকার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায় না। বরং এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য আবারও সংঘাতের পথে দেশকে ঠেলে দিতে চায়।


ঢাকাটাইমস: বিএনপির সর্বাত্মক আন্দোলন কর্মসূচিতে চাঁদপুর বিএনপির অবস্থান কী?


ফরিদ আহমেদ মানিক: বিএনপির কেন্দ্র থেকে ঘোষিত যেকোনো আন্দোলন কর্মসূচিতে চাঁদপুর বিএনপির নেতাকর্মীরা সর্বোচ্চ সক্রিয় ছিল, আছে এবং থাকবে। যদিও চাঁদপুরের রাজনৈতিক পরিস্থিতি গত পাঁচ বছরে বিএনপির জন্য সহজ ছিল না। সরকার দল শুরু থেকেই প্রতিহিংসা পরায়ণ মনোভাব দেখিয়েছেন। অহেতুক হামলা মামলা দিয়ে নেতাকর্মীদের কোণঠাসা করে রেখেছেন। গত পাঁচ বছরে পুলিশ বাদী হয়ে এ অঞ্চলের বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ৪৪টি মামলা করেছে। এর মধ্যে ২০ থেকে ২২ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির নির্বাচনী এলাকার নেতাকর্মীদের ওপর এমন নির্যাতন চালানো হচ্ছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের এলাকায় বিএনপির ৩০ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। দেশের আর কোথাও এ ধরণের নজির আছে বলে আমার জানা নেই। ২০১০ সালের ২৯ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে পুলিশকে গুলি করে মানুষ হত্যার নির্দেশ দিয়েছেন। বিরোধীদলকে দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিজেদের দলীয় নেতাকর্মীদের মতো ব্যবহার করেছেন। সরকার যে দমন নীতির রাজনীতি করছে এ থেকেই তার প্রমাণ পাওয়া যায়।  


ঢাকাটাইমস: সহিংস রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের কোনো উপায় আছে...


ফরিদ্ আহমেদ মানিক: দেশকে কিছু দিতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করা ছাড়া বিকল্প কিছু নেই। দলকে শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি যে জয় পেয়েছে তা শুধু বিএনপির একার নয়, জনগণেরও। এ বিজয় সরকারের বিরুদ্ধের দেশের মানুষের অনাস্থার বহিঃপ্রকাশ।


ঢাকাটাইমস: শোনা যাচ্ছে আগামী নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন চাইবেন...


ফরিদ আহমেদ মানিক: নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টি হলে বিএনপি নির্বাচনে যাবে। তখন আমি চাঁদপুর সদর থেকে দলের মনোনয়ন চাইবো। আমি বিশ্বাস করি বিগত দিনগুলোতে দলের জন্য আমার কর্মকাণ্ডের সঠিক মূল্যায়ন হবে। চেয়ারপারসন যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেন তবে বিপুল জনসমর্থন নিয়ে আমি বিজয় হবো।  


 


সাক্ষাৎকার নিয়েছেন: হাবিবুল্লাহ ফাহাদ