ঢাকা: ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর ও চরভদ্রাসন) আসনে স্বাধীনতার পর থেকে কোনো নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হয়নি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ফদিরপুরের ভাঙ্গা উপজেলায় নির্বাচনী জনসভায় তিনি বলেন, এই আসন থেকে বরাবরই নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। এবারও তিনি নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান।
কিন্তু ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে, ইতিপূর্বে আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন। আর নির্বাচিত ওই প্রার্থী হচ্ছেন দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের নৌকার প্রার্থী কাজী জাফরউল্লাহর চাচা ডা. কাজী ইউসূফ।
১৯৭৩ সালের নির্বাচনে ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন সৈয়দ হায়দার হোসেন। পরবর্তীতে ১৯৭৯ সালের নির্বাচনেও দল তাকে মনোনয়ন দিয়েছিল। সেবার কাজী জাফরউল্লাহর চাচা ডা. কাজী ইউসূফও আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন। দল তাকে মনোনয়ন না দেয়ায় বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন এবং নৌকার প্রার্থীর বিপক্ষে জয়ী হয়েছিলেন।
কাজী জাফরউল্লাহর চাচা কাজী ইউসূফ পরে আওয়ামী লীগে ফিরে আসেন। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে একাধিকবার সংসদ সদস্যও নির্বাচিত হন। সেই থেকে সৈয়দ ও কাজী পরিবারের বিরোধ আরও জোরদার হয়। এবারও কাজী জাফরউল্লাহর বিপক্ষে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন সৈয়দ হায়দার হোসেনের ভাতিজা সৈয়দ মঞ্জুরুল হক। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি।
কাজী জাফরউল্লাহ ফদিরপুর-৪ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে বিগত সময়ে সাংসদ নির্বাচিত হন। কিন্তু গত নির্বাচনে দুর্নীতি মামলার কারণে তিনি নির্বাচন করতে পারেননি। সেবার তার স্ত্রী নিলুফার জাফরউল্লাহ সংসদ সদস্য নির্বাচিত হন।
(ঢাকাটাইমস/ ২৬ ডিসেম্বর/ এইচএফ/ এজে/ ২৩.৪৮ঘ.)