ঢাকা: বঙ্গবন্ধু আর বাংলাদেশ। আলাদা করা কঠিন। তাই ১৫ আগস্ট তাকে হত্যার দিনটি সারাদেশে পালিত হবে শোক আর এই মহান নেতার প্রতি ভালোবাসার প্রকাশের মধ্য দিয়ে। কেবল তার দল আওয়ামী লীগ না, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল আর রাজনীতি না করা মানুষরাও এই নেতাকে স্মরণ করে শ্রদ্ধার সঙ্গে।
মহান এই নেতার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা সভা, তার ভাষণ বাজানো আর গরিব মানুষদের জন্য কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে সারাদেশেই।
কিন্তু এই দিনটিকে ঘিরে ক্ষমতাসীন দলের একটি অংশের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। সারাদেশে তাদের নামে যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে তাতে ধিক্কার উঠেছে স্বয়ং আওয়ামী লীগে। জাতীয় শোক দিবস পালনের কথা বলে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ উঠেছে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে।
ভুক্তভোগীরা বলছেন, নানা সময় বিশেষ দিবসেকে কেন্দ্র করে চাঁদাবাজি হয়েছে। তবে এবারের পরিস্থিতি ভয়াবহ।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন নেতা বলেন,‘বঙ্গবন্ধুর জন্য অনুষ্ঠান করার নামে যারা চাঁদা চাইছে তারা আমাদের এই জাতীয় নেতাকে আসলে অসম্মান করছে।বঙ্গবন্ধুর জন্য মানুষের ভালোবাসা নষ্ট করছে তারা’।
আরেক নেতা বলেন, ‘৭৫ সালের পর বিরুদ্ধ পরিবেশে যখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছিলো না তখনও বঙ্গবন্ধুকে স্মরণে মানুষের অভাব পরেনি। মানুষ নিজেরা স্বউদ্যোগী হয়ে টাকা দিয়ে তার নামে নানা কাজ করেছে। এখন কেন জোর করে টাকা তুলতে হবে?’
ভুক্তভোগীরা জানান, কেবল জাতীয় শোক দিবস না, নানা সময় বিভিন্ন দিনকে ঘিরে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ আছে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে। মূল দলের চেয়ে সহযোগী সংগঠনের বিরুদ্ধেই এই অভিযোগ বেশি বলে জানায় তারা।
রাজধানীর বাড্ডার বিএনপির সমর্থকরা ১৫ আগস্ট ঘিরে নতুন সমস্যা মোকাবেলা করছে। শোক দিবস পালনের জন্য স্বেচ্ছাসেবক দলের নেতারা তাদের কাছে চাঁদা দাবি করছে বলে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি কর্মী বলেন, স্বেচ্ছাসেবক লীগের এক নেতা তাকে বলেছেন, ‘হয় টাকা দাও না হলে দৌড়ের উপর থাকো’।
আরেক বিএনপি সমর্থক বলেন, ‘তারা আমাদের বলেছে, টাকা না দিলে বিভিন্ন মামলা দিয়ে ফাঁসানো হবে’। ।
বিএনপি কর্মীদের এসব অভিযোগের বেশিরভাগই উঠছে বাড্ডা থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জয়নালের বিরুদ্ধে।বিএনপি সমর্থক এক ব্যবসায়ী বলেন, ‘তিনি (জয়নাল) নানা সময় নানা অযুহাতে টাকা দাবি করেন’।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকতা এম এ জলিল বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি। এ ব্যাপারে কেউ অভিযোগ করলে আমি ব্যবস্থা নেবো’।
জানতে চাইলে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এই অভিযোগগুলো যদি সত্য হয়। যারা এই কাজ করছে তারা জাতির পিতাকে অসস্মান করছেন।
তিনি বলেন, আওয়ামী লীগের উচিত হবে বিষয়টি নিয়ে তদন্ত করে। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
ইফতেখারুজ্জামান বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর উচিত অভিযোগ পেলে দ্রুত ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, এটা এক ধরণের সন্ত্রাসী কর্মকান্ড। যারা এ ধরণের কর্মকান্ড করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী করে তিনি।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু একজন মহান নেতা। তার মৃত্যু দিবস পালন করা হবে সেটা স্বাভাবিক। কারো যদি স্বেচ্ছায় সহযোগিতা করার ইচ্ছা থাকে, তা করতে পারে।
শোক দিবসের নামে বেপরোয়া চাঁদাবাজি:
রওয়ান বাজারের এক ব্যবসায়ী জানিয়েছেন, যুবলীগের ২৬ ওয়ার্ডে কিছু কর্মী তার দোকান থেকে এক হাজার টাকা চাঁদা নিয়েছেন। চাঁদা থেকে রেহাই পাচ্ছে না ফুটপাতের বিক্রেতারাও। তারা জানান, ঢাকা মহানগর ছাত্রলীগের সহসভাপতি আনোয়ার হোসেন রিপনের নামে ২৫টি দোকান থেকে তিনশ থোক দুই হাজার টাকা করে তোলা হয়।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ার হোসেন রিপন ঢাকাটাইমসকে বলেন, তিনি কাউকে টাকা তোলার দায়িত্ব দেননি। রিপন বলেন, ‘ক্ষমতায় থাকলে দলের নেতাদের নাম ভাঙিয়ে এ রকম টাকা তোলার প্রবণতা আছে। এবারও হয়তো তা হয়েছে’।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম নামেও বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাস স্ট্যান্ড এবং হিউম্যান হলার স্ট্যান্ড আরে আশেপাশের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ আছে।
চাঁদাবাজির এই অভিযোগ গেছে চাত্রলীগের কেন্দ্রে। অভিযোগ উঠায় বিব্রত তারা। ১১ আগস্ট ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শোক দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান করতে অনুমতি চাইলেও চাঁদাবাজির ভয়ে দেয়া হয়নি সে অনুমতি।
এসব বিষয়ে জানতে চাইলে শরিফুল ইসলাম বলেন, ‘তুমি লিখে দাও পুরো ঢাকা শহরের যত চাঁদাবাজি হয় তা আমি করছি’।
চাঁদা চেয়ে মায়ার চিঠি!
ঢাকা মহানগর ২৭টি সড়কদ্বীপ সজ্জিতকরণে টাকা চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর নামে চিঠি গেছে। ঢাকা মহানগরী আওয়ামী লীগের প্যাডে সংগঠনের মহানগর শাখার সাধারণ সম্পাদক হিসেবে এই চিঠি গেছে।
তবে ঢাকাটাইমসকে মায়া বলেছেন, ‘টাকা চাওয়ার বিষয়ে আমি কিছু জানি না’। চিঠিতে তার সই আছে জানানো হলে তিনি বলেন, ‘এটা হয়তো মহানগরী আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল হক সবুজ করেছেন। আমার কাছে চিঠি আসার পর পুরোটা না পড়েই হয়তো সই করেছি।’
জানতে চাইলে আবদুল হক সবুজ ঢাকাটাইমসকে বলেন, ‘আমরা কোথাও চাঁদা দাবি করিনি। জাতীয় পর্যায়ে কোনো অনুষ্ঠান বিজ্ঞাপন ছাড়া হয় না। এবারও আমরা সেই বিজ্ঞাপন জোগাড় করার চেষ্টা করেছি’। ক্ষমতাসীন দল বিজ্ঞাপন চাইলে না করার সাহস কারও আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদেরকে টাকা দেবে আওয়ামী লীগ সমর্থকরাই। এখানে চাঁদাবাজির প্রশ্ন উঠবে কেনো’।
শোক দিবসের অনুষ্ঠানে বিজ্ঞাপনদাতার নাম কীভাবে ব্যবহার হবে আর হলে সেটা কেমন দেকাবে-জানতে চাইল আবদুল হক সবুজ বলেন, ‘১৫ আগস্টের পর সড়ক দ্বীপগুলোতে শোকের আবহ ফুটিয়ে তোরা হবে, সেগুলোতে নাম থাকবে ঢাকা মহানগর আওয়ামী লীগ আর বিজ্ঞাপনদাতার’।
নেতারা যা বলছেন
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাউসার বলেন, ‘আমাদের সংগঠনের কেই চাঁদাবাজি করছে না। তাদের নাম ভাঙিয়ে কেউ হয়তো প্রতারণার চেষ্টা করছে। তবে কোনো অভিযোগের সত্যতা পাওয়া গেলে ছাড় পাবে না একজনও।
ছাত্রলীগের সূত্র জানায়, চাঁদাবাজির অভিযোগ শুনে শাহবাগ এবং বনানী থানার নেতাদেরকে কেন্দ্রীয় কার্যালয়ে তলব করে কেন্দ্রীয় কমিটি। কেবল জাতীয় শোক দিবস না, কোথাও কোনো অযুহাতে চাঁদা দাবি করলে তা বরদাশত করা হবে না বলে জানিয়ে দেয়া হয় তাদের।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ ঢাকাটাইমসকে বলেন, চাঁদাবাজির কোনো অভিযোগ আমি পাইনি। তবে কখনও কেউ আমাদের নাম কেউ টাকা চাইলে তা দেবেন না আর আমাদেরকে সরাসরি জানাবেন। আমরা কঠোর ব্যবস্থা নেবো তার বিরুদ্ধে’।
জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন একটি অভিযোগ পাওয়ার পর সে বিষয়ে কঠোর ব্যবস্থা নিয়েছি আমরা। যদি কোন অভিযোগ পাওয়া যায় তাহলে আমরা এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবো। আর পুলিশ ব্যবস্থা নেবে তার মতো করে।
চট্রগ্রামেও চাঁদাবাজি
জাতীয় শোক দিবস পালনে চাঁদাবাজির অভিযোগ উঠেছে চট্টগ্রামেও। আর এটা ঠেকাতে মাঠে নেমেছে পুলিশ ও নগর আওয়ামী লীগের নেতারা।
বিভিন্ন মহল থেকে অভিযোগ পেয়ে চাঁদাবাজি ঠেকাতে পুলিশকে চিঠি দেন মহানগর আওয়ামী লীগের জেষ্ঠ্য নেতারা। কেবল একটি দিবসে নয়, বছরের অন্য সময়গুলোতেও চাঁদাবাজি ঠেকাতে রাজনৈতিক দলগুলোর নেতাদের মাঠে থাকার অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা।
(ঢাকাটাইমস/ ১৪ আগস্ট/ টিএ/ এআর/ ঘ.)