logo ২৯ এপ্রিল ২০২৫
ডিবি পুলিশের দখলে ঢাকার মিন্টু রোড! জনদুর্ভোগ
আশিক আহমেদ, ঢাকাটাইমস
৩০ অক্টোবর, ২০১৪ ১৯:৫৮:৫৬
image


ঢাকা: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসের সামনের রাস্তাটি দীর্ঘ দিন ধরে দৃশ্যত “দখল” হয়ে আছে। বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে আনা গাড়িগুলো রাজধানীর এই ভিআইপি সড়কটির দুই ধারে সারিবদ্ধ করে রাখার কারনে সড়কটি সরু হয়ে গেছে।



 





বছরের পর বছর ধরে এই অবস্থা চলার কারনে এই সড়ক দিয়ে যান চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। রাজধানীর ভিআইপি সড়কটির প্রায় তিন শ মিটার এলাকাজুড়ে এই হাল হওয়ায় জনদুর্ভোগও বৃদ্ধি পেয়েছে।

রাজধানীর মন্ত্রীপাড়া হিসাবে পরিচিত ৪ লেনের এই সড়কটি সরু হওয়ার কারণে প্রায়শই ছোট খাট দুর্ঘটনা ঘটছে। রাস্তার দুই ধারে গাড়িগুলো এমনভাবে রাখা হয়েছে যে দুই পাশের বাড়ি ঘরে গাড়ি নিয়ে ঢোকা এবং বের হওয়ার সময়ও দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে সবসময়।



 





ওই এলাকার গিুরুত্বপূর্ন ব্যক্তিদের বসবাস। এই সড়কের দুই পাশে একাধিক মন্ত্রী ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব জেলা প্রশাসক, বিভাগীয় প্রশাসক, আইজিপি, বিরোধী দলীয় নেতা, বিচারপতিদের বাসা হয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ডিবি পুলিশের অফিসের সামনে রাস্তার দুই ধারে বিভিন্ন মামলায় উদ্ধার হওয়া যানবাহনের মধ্যে রয়েছে- ৬ টি প্রাইভেট কার, ১২ টি ট্রাক, ৬ টি মাইক্রোবাস, ও ৫ টি পিক্যাপ ভ্যান সারিবদ্ধকরে রাখা হয়েছে। দুই পাশে ওই গাড়িগুলো রাখার কারনে রাস্তাটি ভীষণ সরু হয়ে গেছে। রাস্তার দুই ধারে গাড়ি রাখার ছাড়াও রাস্তার দুই ধারে নির্মাণসামগ্রী রাখার কারণে রাস্তাটির অবস্থা আরো শোচনীয় হয়ে পড়েছে।ওই এলাকা দিয়ে চলাচলকারী বিভিন্ন ধরনের যানবাহনকে অনেক বেগ পেতে হয়। রাজধানীর এই ভিআইপি সড়কটিতে প্রায়শই যানজট লেগে থাকছে।



 





মিন্টো রোডের অধিকাংশ বাসিন্দা ভিআইপি হওয়ার কারনে বিভিন্ন ধরনের মানুষের আনাগোন রয়েছে। এছাড়া ওই রাস্তা দিয়ে গভীর রাত পর্যন্ত প্রচুর সংখ্যক যানবাহন চলাচল করতে দেখা যায়। রাতে গাড়ি চলাচলের সময় অধিকতর সাবধানতা অবলম্বন না করলে দুর্ঘটনা রোধ করা কঠিন।



 





ডিবি অফিসের পাশের বাড়িটিতে বসবাস করেন ভূমি মন্ত্রী সামসুর রহমান শরীফ। ওই বাড়ির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্য জুয়েল রানা এই প্রতিবেদককে বলেন, গাড়িগুলো রাখার কারনে গাড়ি চলাচলে খুব সমস্য হয়। স্যারের বাসায় গাড়ি নিয়ে যারা আসা যাওয়া করেন তাদেরও খুব সমস্যা হয়।



 





তিনি প্রশ্ন করেন, কিন্তুু কাকে বলব, কাকে বললে এই সমস্য থেকে নিস্তার মিলবে তাই বুঝে উঠতে পারছি না। এ ছাড়া এই দুর্ভোগের মধ্যে বাস করতে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পদস্থ কর্মকর্তাদের। ডিবি অফিসের উল্টো দিকে বাংলাদেশ ব্যাংকের চার জন ডিজি ও পাশের পাড়িতে বাস করেন বাংলাদেশ ব্যাংকের কয়েকজন নির্বাহী পরিচালক ও মহাব্যবস্থাপক। ফলে প্রতিনিয়ত এসব বাড়িতে বসবাসকারী ছাড়াও এসব বাড়িতে যারা আসা যাওয়া করেন তদেরকেও দুর্ভোগের মধ্যে থাকতে হচ্ছে।



 





এছাড়া রাস্তাটি একটু নীচু হওয়ার কারণে সম্প্রতি বৃষ্টির সময় রাস্তাটি দীর্ঘ দিন পানিতে প্লাবিত থাকায় রাস্তার ওপর অনেক বালু জমে গেছে। রাস্তার দুই ধারে গাড়িগুলো রাখার কারণে বালুগুলো সরানো সম্ভব হয়নি। শীত মৌসুম শুরু হওয়ার ফলে গাড়ি চলাচলে সময় ধুলার উপদ্রবও বৃদ্ধি পেয়েছে। একটু বাতাস হলেও ধুলাগুলো বাড়ির মধ্যে ঢুকে পড়ছে।

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের জনংযোগ বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে পরে বিস্তারিত বলতে পারব।



 





(ঢাকাটাইমস/২৯অক্টোবর/এএ/এআর)