ঢাকা: এতোদিন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দক্ষিণের মেয়র প্রার্থী নিয়ে সংকটে ছিল বিএনপি। আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন পত্র বাতিল হওয়ায় এবার উত্তর নিয়ে চিন্তায় পড়েছে দলটি।
যদিও দলটির নীতিনির্ধারকরা বলছেন, “আমরা আশা করি মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করলে তা মিন্টুর পক্ষে আসবে। তিনি বৈধতা পাবেন।”
ঢাকার দুইভাগে মেয়র পদে বিএনপি নেতাদের মধ্যে তিনজনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। এরা সবাই ঢাকা দক্ষিণের প্রার্থী।
এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মনোনয়নপত্র বৈধ হওয়ায় দক্ষিণ নিয়ে দু:চিন্তা কেটে গেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। কারণ অন্য প্রার্থীদের চেয়ে তার গ্রহনযোগ্যতা বেশি। এখন দক্ষিণে আব্বাসের প্রার্থীতা অনেকটা নিশ্চিত।
অন্যদিকে ঢাকার দুইভাগের মধ্যে আবদুল আউয়াল মিন্টুর অবস্থান অন্যদের চেয়ে বেশি দৃঢ় ছিল।মিন্টুর ঘনিষ্ঠজনরা জানান, ব্যক্তিগতভাবে তারা ঢাকা একাংশের মেয়র পদে লড়ার আগ্রহ ছিল না।কিন্তু তিনি দলের সিদ্ধান্তে উত্তরে প্রার্থী হয়েছিলেন।
তবে মিন্টুকে সমর্থনকারী ঢাকা উত্তরের ভোটার না হওয়ায় তার প্রার্থীতা বাতিল হয়। সে কারণে নতুন করে চিন্তায় পড়েছে বিএনপির হাইকমান্ড।
তবে নিয়ম অনুযায়ি প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে মিন্টুর আইনজীবীরা আপিল করেছেন।যার শুনানী হবে শনিবার।
এখন আপিলের ফলাফল কি হয় তা দেখার অপেক্ষায় আছে বিএনপি। দলটির নেতারা মিন্টুর অযোগ্যতাকে সাধারণ “ভুল” দাবি করে আপিল তার পক্ষে যাবে বলে আশা করছেন।
দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ঢাকাটাইমস টুয়েন্টিফোরকে বলেন, “আমরা আশা করি আপিলের মাধ্যমে আবদুল আউয়াল মিন্টু প্রার্থীতা ফিরে পাবেন।”
তবে শেষ পর্যন্ত মিন্টুর প্রার্থীতা বৈধতা না পেলে বিকল্প প্রার্থী হিসেবে বিএনপি কাকে সমর্থন দিবে তা এখনো অস্পষ্ট।
এদিকে মিন্টুর প্রার্থীতা বাতিলের বিষয়টি নিয়ে দলের মধ্যে নানা গুঞ্জন চলছে বলে জানা গেছে। কেউ বলছেন, ইচ্ছাকৃতভাবে এই ভুল করা হয়েছে।
আবার কেউ বলছেন, চলমান আন্দোলনের শুরু থেকে মিন্টু আত্মগোপনে আছেন। সে কারণে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা সবকিছুই তার ছেলে ও আইনজীবী করেছেন। উনি ভালোভাবে দেখেশুনে কাজ করলে এমনটা হতো না। এটা অনিচ্ছাকৃত ভুল।
কোনো কারণে মিন্টু প্রার্থী হতে না পারলে তার ছেলেকে সমর্থন দেয়ার বিষয়টি নিয়েও ভাবছে বিএনপি।
বিএনপির শীর্ষ নেতাদের কেউ কেউ মিন্টুর ছেলেকে সমর্থন দেয়ার পক্ষে বলে দলীয় সূত্রে জানা গেছে।
তবে রাজনৈতিক মাঠে অপরিচিত তাবিথ আউয়ালকে শেষ পর্যন্ত সমর্থন দিলে তা কতটা কাজে আসবে তা নিয়েও চিন্তাভাবনা করা হচ্ছে বলে বিএনপির গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে।
যদিও অন্য একটি সূত্রে জানা যায়, মনোনয়ন নিলেও শেষ পর্যন্ত তাবিথ আউয়াল নির্বাচন থেকে সরে আসতে পারেন।
আবার মিন্টু ফিরে আসতে না পারলে বিকল্প ধারার মাহী বি চৈৗধুরী বিএনপির সমর্থন পেলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। কারণ ভেতরে ভেতরে এমন প্রক্রিয়া চলছে বলেও শোনা যাচ্ছে।
বুধবার মিন্টুর প্রার্থীতা বাতিল হওয়ার পর মাহী বি চৌধুরী নিজেও সাংবাদিকদের বলেছেন,“ঢাকা উত্তরে বিএনপি যোগ্য প্রার্থী না পেলে তিনি বিএনপির সমর্থন চান।”
শেষ পর্যন্ত মিন্টু না অন্য কেউ উত্তরের নগরপিতার পদে বিএনপির হয়ে লড়বেন তা দেখতে হয়তো আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে।
(ঢাকাটাইমস/৩এপ্রিল/বিএন/ এআর/ ঘ.)