logo ২৩ এপ্রিল ২০২৫
এবার সংরক্ষিত নারী এমপিরাও বরাদ্দ পাবেন ৩ কোটি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ নভেম্বর, ২০১৫ ০০:৪৪:৩৯
image


ঢাকা: উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যরাও এখন থেকে থোক বরাদ্দ পাবেন। প্রতিবছর তিন কোটি টাকা করে তাদের এই বরাদ্দ দেয়া হবে। চলতি অর্থ বছর থেকেই এটা কার্যকর হতে পারে বলে স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে।

উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য সরাসারি ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা থোক বরাদ্দ পেতেন। আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে তারা বছরে তিন কোটি করে মোট ১৫ কোটি টাকা থোক বরাদ্দ পেয়েছিলেন। এবার তা বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের নির্ভরযোগ্য একটি সূত্র ঢাকাটাইমকে জানায়, আগে সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের এলাকার উন্নয়নে কোনো থোক বরাদ্দ দেয়া হতো না। এখন থেকে তারাও অর্থ বরাদ্দ পাবেন। এই অর্থ দিয়ে সংসদ সদস্যরা নিজ এলাকার রাস্তাঘাট, সেতু, কালভার্টসহ গ্রামীণ অবকাঠামো নির্মাণে অর্থ ব্যয় করতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন বলে জানা গেছে।

সরকারের এই সিদ্ধান্তে খুশি সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যরা। জানতে চাইলে সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া ঢাকাটাইমসকে বলেন, ‘নারী সংসদ সদস্যদের এলাকার উন্নয়নে সরকার অর্থ বরাদ্দের যে সিদ্ধান্ত নিয়েছে তা সময়োপযোগী সিদ্ধান্ত। কারণ, সংসদ সদস্য হিসেবে আমাদেরও জনগনের কাছে কিছু দায়বদ্ধতা রয়েছে। এই বরাদ্দ পেলে নিজেদের এলাকার উন্নয়নে ভাল কাজ করা যাবে।’ প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রীকে ধন্যবাদও জানান এই সাংসদ।



জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার ঢাকটাইমসকে বলেন, ‘সরকার এ ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকলে ভাল। কারণ, সংরক্ষিত নারী সাংসদেরও উন্নয়ন করার সুযোগ করে দেয়া দরকার। কারণ, তাদের কাছেও অনেকের চাওয়া-পাওয়া থাকে।’ তিনি বলেন, ‘শুধু অর্থ বরাদ্দ দিলেই হবে না। সেটি ঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা তাও দেখতে হবে। সুষম উন্নয়নের বিষয়টিওে এ ক্ষেত্রে মাথায় রাখতে হবে।’



(ঢাকাটাইমস/ ১৭ নভেম্বর/ এইচএফ)