logo ০৪ এপ্রিল ২০২৫
ময়মনসিংহে উপ-নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়ন দাখিল
ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
২১ জুন, ২০১৬ ০০:০৫:৫০
image




ময়মনসিংহ: ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপ-নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।



সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন তারা মনোনয়ন দাখিল করেন।



নির্বাচন কমিশন সূত্র জানায়, গৌরীপুর আসনে প্রার্থী হয়েছেন ৬ জন, আর হালুয়াঘাট-ধোবাউড়া আসনে প্রার্থী হয়েছেন ৩ জন।  ময়মনসিংহ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন সদ্য প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিনের ছেলে জুয়েল আরেং। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট সোহরাব উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী সেলিমা খাতুন।



অন্যদিকে গৌরীপুর আসনে আ’লীগের সমর্থন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজিম উদ্দিন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আবু তাহের খান, জাতীয় পার্টির শামসুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী হাফেজ আজিজুল হক, নাজনীন আলম, ন্যাপ মনোনীত আব্দুল মতিন।



(ঢাকাটাইমস/২১জুন/প্রতিনিধি/ইএস)