রাজশাহী: রাজশাহী সরকারি সিটি কলেজের একাদশ শ্রেণির চলমান ভর্তি কার্যক্রমে আবারো বাধা দেয়ার চেষ্টা করেছে ছাত্রলীগ। এসময় তারা ভর্তি কেন্দ্র ও উপাধ্যক্ষের কক্ষে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। রবিবার দুপুর ২টার দিকে ১১তম অপেক্ষমান তালিকা প্রকাশ ঠেকাতে তারা এ ঘটনা ঘটায়।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক কবিরুল ইসলাম জানান, বেলা ২টার আগেই দশম অপেক্ষমান তালিকা থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি শেষ হয়। এরপর বিজ্ঞানে ১৫, মানবিকে ৩৫ ও ব্যবসায় শিক্ষা শাখায় ২৫টি আসন শূন্য রয়েছে। ওইসব আসনে ভর্তি সম্পন্ন করতে ২টার দিকে ১১তম অপেক্ষামান তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলো ভর্তি কমিটি। এসময় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শামসুল আরেফিন রবিনের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা অপেক্ষমান তালিকা প্রকাশে বাধা দেয়।এতে ভর্তি কমিটি রাজি না হওয়ায় উত্তেজিত নেতাকর্মীরা ভর্তি কেন্দ্রের কম্পিউটারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। পরে তারা উপাধ্যক্ষের কক্ষেও হামলা ও ভাঙচুর চালায়।
খবর পেয়ে পুলিশ আসার আগেই তারা ঘটনাস্থল ত্যাগ করে।পছন্দের ছাত্র ভর্তি করাতে তারা ওই বাগড়া বাঁধিয়েছে বলে দাবি করেন অধ্যক্ষ।
হামলা ও ভাঙচুরের দায় অস্বীকার করেছেন ছাত্রলীগ সভাপতি শামসুল আরেফিন রবিন।ওই সময় তিনি সেখানে ছিলে না বলেও দাবি করেন।
উল্লেখ্য, রাজশাহীর সরকারি কলেজগুলোতে এবারের একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরুর পর থেকেই ভর্তি বাণিজ্যে নামে ছাত্রলীগ। এরই মধ্যে সিটি কলেজে কয়েক দফা হামলা ও ভাঙচুর চালিয়েছে তারা।
এছাড়া রাজশাহী কলেজ ও নিউ গভ. ডিগ্রি কলেজেও ভর্তিতে বিশৃঙ্খলা সৃষ্টি করে ছাত্রলীগ। এর মধ্যেই ওই দুটি কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে।