ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টরের গাড়িতে মদপান করে গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছাত্রলীগ নেতা গাফফার। বুধবার রাত ৯টার দিকে এ কাণ্ড ঘটে।
জানা যায়, বুধবার বিকাল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ত ম লোকমান হাকিমের গাড়ি নিয়ে শৈলকূপায় নিজ বাড়িতে যান ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আবুজার গিফারী গাফফার। পরে ওই গাড়ি নিয়ে তিনি ঝিনাইদহ শহরে তার ভাড়া বাসার উদ্দেশ্যে রওনা হন। এসময় প্রক্টরের গাড়ি নিয়ে অজ্ঞাত স্থানে গিয়ে তিনি মদ পান করেন। এসময় অতিরিক্ত মদপান করায় গাফফার গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তার সহযোগীরা তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তির নিবন্ধন নং-৩৩৯৬৩।
স্থানীয় সাংবাদিকরা ছবি তুলতে গেলে গাফফারের সহযোগীরা বাধা দেন।
মদপানের কারণেই ছাত্রলীগ নেতা গাফফারের গুরুত্বর অসুস্থ হয়েছে বলে নিশ্চিত করে সদর হাসপাতালের ডা. শাহ আলম জানান, অতিরিক্ত মদপান করায় তিনি গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। আমি তাকে যথাযথ চিকিৎসা দিয়েছি। আশঙ্কার কিছু নেই।
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের গাড়ি ছাত্রলীগ নেতার ব্যক্তিগত কাজে ব্যবহার ও মদ্যপ অবস্থায় মাতলামির ঘটনায় ক্যাম্পাসে তোলপাড় শুরু হয়েছে।
ছাত্রলীগের আহ্বায়ক শামীম হোসেন খান জানান, আমি এধরনের একটা খবর পেয়েছি। তবে হাসপাতালে গিয়ে খোঁজ নিয়ে কোন সত্যতা পায়নি। বিষয়টি নিয়ে আমি নিশ্চিত নয়।
প্রক্টর ড. ত ম লোকমান হাকিম বলেন, প্রক্টরের জন্য যে গাড়ি, সেটা সব সময়ের জন্য নির্ধারিত থাকে না। আমি যতক্ষণ অফিসে থাকি বা ক্যাম্পাসে অবস্থান করি অথবা আমি প্রয়োজন মনে করলেই ওই গাড়ি ব্যবহার করতে পারি। কিন্তু আমি ক্যাম্পাসে না থাকাবস্থায় ওই গাড়ি পরিবহন অফিসের নিয়ন্ত্রণে থাকে।
প্রক্টরের গাড়িতে ছাত্রলীগ নেতার মদপানের ঘটনায় তিনি বলেন, সাড়ে তিনটায় আমি গাড়ি ক্যাম্পাসে রেখে চলে এসেছি। এরপর কে ওই গাড়ি কোথায় নিয়ে গেছে তা আমার দায়-দায়িত্বে নেই। কিভাবে সে ওই গাড়ি ব্যবহার করলো- তা পরিবহন অফিস বলতে পারবে।
পরিবহন প্রশাসক ড. মামুনুর রহমান জানান, সকাল ১০টার দিকে ছাত্রলীগ নেতা আনিচুজ্জামান লিটন ও জাসদ ছাত্রলীগের সভাপতি সাইফুজ্জামান পটলা একটি গাড়ির দাবি জানায়। দাবিটি বিধি সম্মত না হওয়ায় আমি অপারগতা প্রকাশ করলে এবিষয়ে তারা উপাচার্য ও উপ-উপাচার্যের সাথে কথা বলে অনুমতি নিয়ে আসে। এরপর বিকাল চারটার দিকে উপাচার্যের পিএস মীর জিল্লুর রহমানের সুপারিশে প্রক্টরের ওই গাড়িটা তাদের জন্য বরাদ্দ দেয়া হয়। তবে ওই গাড়িতে তারা কি ঘটনা ঘটিয়েছে- তা আমার জানা নেই। তবে মদপান করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলে শুনেছি।