ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলে হিটার উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় ১১টি হিটার ও ৩টি রাইস কুকার জব্দ করা হয়।
শনিবার বিকাল ৪টায় হলের উত্তর ব্লকের নিচ ও দ্বিতীয় তলার বিভিন্ন রুমে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
অবৈধভাবে হিটার না চালানোর গত ২২ সেপ্টেম্বর হলে নোটিশ দেয় বিশ^বিদ্যালয় প্রশাসন। এর পর আজ অভিযান চালিয়ে বিভিন্ন রুম থেকে হিটার ও রাইস কুকার জব্দ করে হল প্রশাসন। এসময় সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. আশরাফুল আলম, হলের আবাসিক শিক্ষক প্রফেসর ড. জাকির হোসেন ও মো. আনিছুর রহমান এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
তবে রুমে হিটার ব্যবহারের কারণ হিসেবে ডাইনিংয়ে অরুচিকর খাবার দেয়ার কথা উল্লেখ করেন শিক্ষার্থীরা।
একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘হলের ডাইনিংয়ের খাবার মান একবারেই রুচি সম্মত না। এসব খাবারে একজন শিক্ষার্থীর দেহের পুষ্টি চাহিদা পূরণ হয় না। বাজারে বিক্রি না হওয়া অর্থাৎ পঁচা-বাসি সবজি হলের ডাইনিংয়ে রান্না করা হয়। একারণে অধিকাংশ শিক্ষার্থী এসিডিটি, এলার্জি, লিভারের জটিলতাসহ নানা সমস্যায় ভুগছে। একাধিকবার হল প্রশাসনকে জানানোর পরও বিষয়টি গুরুত্ব দেয়নি কর্তৃপক্ষ। যার কারণে বাধ্য হয়ে রান্না করতে হয়।’
হল প্রভোস্ট প্রফেসর ড. আশরাফুল আলম বলেন, ‘হিটার চালানোর ফলে বিশ্ববিদ্যালয়কে বাড়তি অর্থ অপচয় করে বিদ্যুৎ বিল দিতে হয়। তাই প্রশাসনের নির্দেশে হলে হিটার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। হলের ডাইনিংয়ে খাবারের মান নিশ্চিত করতে শিগগির কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।