প্রকাশ : ২৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:২৭:২৯আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:৪০:২৩
ব্রিটিশ কাউন্সিল খুলছে আজ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
দুই মাস বন্ধ থাকার পর আজ সোমবার খুলছে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কার্যালয় । নিরাপত্তার অজুহাত দেখিয়ে গত ২৭ জুলাই বন্ধ ঘোষণা করা হয় এটি। রবিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ সেপ্টেম্বর (সোমবার) থেকে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের সকল অফিস খোলা থাকবে এবং সব কার্যক্রম ও পরিসেবা চালু হবে। এর আগে অফিস বন্ধ থাকলেও অনলাইনে সব কার্যক্রম চালু ছিল।
রাজধানীর গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলা এবং কল্যাণপুরে জঙ্গি আস্তানায় রক্তক্ষয়ী অভিযানের পর গত ২৭ জুলাই ব্রিটিশ কাউন্সিলের কার্যালয় আকস্মিকভাবে সাময়িক বন্ধ করে দেয়া হয়।
বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের পরিচালক বারবারা উইকহ্যাম তখন এক বিবৃতিতে বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশে জনসমাগমস্থলে নিজেদের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ দিন দিন বাড়ছে। ব্রিটিশ কাউন্সিলের কর্মী ও সেবাগ্রহীতাদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমরা নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে দেখতে আমাদের অফিস সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।’
বাংলাদেশে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা ব্রিটিশ কাউন্সিলের ব্যবস্থাপনাতেই হয়। এখন সেসব পরীক্ষার সময় না হওয়ায় অফিস বন্ধের কোনো প্রভাব শিক্ষার্থীদের ওপর পড়বে না বলে তখন জানিয়েছিলেন জানান।
সবশেষ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জানুয়ারি ২০১৭ সেশনের পিয়ারসন এডএক্সেল এক্সামিনেশনসের জন্য নিবন্ধন শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর, যা ১৩ অক্টোবর পর্যন্ত চলবে।
শিক্ষার্থীরা নিজ নিজ স্কুলের সঙ্গে যোগাযোগ করে ইউনিক স্কুল ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন লিংকে গিয়ে নিবন্ধন করতে পারবে। আর যারা প্রাইভেট ক্যান্ডিডেট, তারা ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট (www.britishcouncil.org.bd) থেকে পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।
অক্টোবর ও নভেম্বরের আইইএলটিএস পরীক্ষার তারিখও ঠিক হয়েছে জানিয়ে ব্রিটিশ কাউন্সিল বলেছে, প্রার্থীরা আইইএলটিএস এর ওয়েবসাইটে গিয়ে (ielts.britishcouncil.org) নিবন্ধন করতে পারবেন।
এছাড়া ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি ভাষা শিক্ষার চতুর্থ টার্ম শুরু হবে ১২ অক্টোবর। শিক্ষার্থীরা অনলাইনে লেভেল টেস্টের জন্য নিবন্ধন করতে পারবেন। এছাড়া সকল ব্যবসায় প্রশিক্ষণ কার্যক্রম ও কর্মশালাও অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।