তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই কেন্টিন বয়কে পিটিয়েছেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখার সাংগঠনিক সম্পাদক সঞ্জিত দাস। হল সূত্র জানায়, শুক্রবার দুপুরের দিকে রুমে খাবার দিতে দেরি হওয়ায় জগন্নাথ হলের সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবন ক্যান্টিনের ওই দুই কেন্টিন বয়কে বেধড়ক পেটান সঞ্জিত। এতে গুরুতর আহত হন তারা। আহতরা হলেন- ইমাম ও আলমগীর।
কেন্টিনের মালিক শংকর মন্ডল ঢাকাটাইমসকে জানান, শুক্রবার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। একারণে বিশ্ববিদ্যালয়ের সবকয়টি হলের ক্যান্টিনেই ছিল উপচেপড়া ভিড়। দুপুরে হলের সাংগঠনিক সম্পাদকের কক্ষে (কক্ষ নং-৩০২১) খাবার পাঠাতে বলা হয়। খাবার পাঠানোও হয়েছে। কিন্তু খাবার পাঠাতে দেরি হওয়ায় তার অনুসারী নেতাকর্মীরা ক্যান্টিন বন্ধ করে দেন। পরবর্তী সময়ে দুই ক্যান্টিন বয়কে সঞ্জিত দাসের কক্ষে নিয়ে মারধর করেন ওই সাংগঠনিক সম্পাদক।’
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান ঢাকাটাইমসকে বলেন, ‘এ অভিযোগ আমি পাইনি। তবে ঘটনা সত্য প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’
জানতে চাইলে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ড. অসীম কুমার সরকার ঢাকাটাইমসকে বলেন, ‘বিষয়টি আমি জানি না। তবে খোঁজ নিয়ে অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেয়া হবে।’
তবে এ বিষয়ে সঞ্জিব দাসের বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সঞ্জিব দাস বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার ছাত্রত্ব শেষ হয়েছে ২০১৪ সালে। তিনি বর্তমানে হল ছাত্রলীগের সভাপতি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়।