বগুড়ায় গৃহবধূ হত্যা: শাস্তি দাবি জাবি শিক্ষক-শিক্ষার্থীদের
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:২৯:৫১
বগুড়ায় গৃহবধূ হত্যা: শাস্তি দাবি জাবি শিক্ষক-শিক্ষার্থীদের
জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
বগুড়ায় এক গৃহবধূকে হত্যার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা।
রবিবার দুপুর আড়াইটায় সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।
গত ২ সেপ্টেম্বর বগুড়ার আদমদিঘীর বাহাদুরপুর গ্রামের মানসী রানী গুণ (২১) নামের এক গৃহবধূকে স্বামীর বাড়ির লোকজন নির্যাতন ও বিষ পান করিয়ে হত্যা করে। নিহতের মামাতো ভাই ও জাবির মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক ড. শুভ্র কান্তি দে এ কথা জানান।
এ ঘটনায় নিহতের স্বামী শ্রী প্রবীর চন্দ্র সরকার, ভাসুর কাঞ্চন চন্দ্র সরকার, শাশুড়ি প্রতীমা রানী সরকার ও ননদ কৃষ্ণ বিশ^াসের নামে আদমদিঘী থানায় মামলা হলেও তাদেরকে আটক করতে পারেনি পুলিশ।
সংবাদ সম্মেলনে মানসীর উপর শারীরিক নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ড. শুভ্র কান্তি দে।
তিনি বলেন, ‘ঘটনায় জড়িতরা এখনো আমাদের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
এ সময় তিনি স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে বলেন, ‘ঘটনার প্রায় এক মাস হতে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার করেনি পুলিশ।’
এদিকে এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে আগামী মঙ্গলবার বেলা ১১টায় বিশ^বিদ্যালয়ের অমর একুশের পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করবেন শিক্ষক-শিক্ষার্থীরা।
পরবর্তীতে ঢাকা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে স্বারকলিপিসহ বিভিন্ন কর্মর্সূচি পালন করার ঘোষণা দেন শিক্ষক-শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে জাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক বশির আহমেদ, সদস্য অধ্যাপক ড. মো. আনোয়ার খসরু পারভেজ, মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলী আজম তালুকদার, অধ্যাপক ড. মো. হাসিবুর রহমান, সহযোগী অধ্যাপক ড. শামছুন নাহার, সহকারী অধ্যাপক সালমা আক্তার, সহকারী অধ্যাপক সৈয়দ মরিয়ম লিজা, সহকারী অধ্যাপক মাহফুজ মারজানা, সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ-উল-হাসান, প্রাণ রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।