জগন্নাথের ‘বি’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:১৪:১৬
জগন্নাথের ‘বি’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথমবর্ষের ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদভুক্ত এবং আইইআর) ও ‘ই’ ইউনিটের (কলা অনুষদভুক্ত) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‘বি’ ইউনিটের ৬৭০টি আসনের বিপরীতে ৩৬৮৩ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেছেন।
এছাড়া ‘ই’ ইউনিটের ১২০টি আসনের বিপরীতে ৪৮০ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেছেন।
‘বি’ ইউনিটে ৩৬ হাজার ২২৫ জন এবং ‘ই’ ইউনিটে ২০২৭ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেন। দুই ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইট (www.jnu.ac.bd বা vwww.result.jnu.ac.bd)-এ পাওয়া যাচ্ছে। ‘ই’ ইউনিটের পারফরমেন্স টেস্ট সংক্রান্ত কার্যক্রম পরে জানানো হবে।