প্রতিষ্ঠার তিন বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যারিয়ার ক্লাব (আরইউসিসি)। ‘ক্যারিয়ার ফেস্ট’ নামে এ অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আগামী বুধবার।
সোমবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি গ্যালারিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী বুধবার সকাল ১০টায় র্যালির মধ্য দিয়ে উৎসবের শুরু হবে। পরে বিশ্ববিদ্যালয়ের ডিনস ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে ‘প্রেজেন্টেশন কম্পিটিশন ও বিজনেস কেস কম্পিটিশন।’
এ প্রতিযোগিতায় বিচারক থাকবেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আ. আলীম, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমরান হোসেন এবং লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক স্বপ্নীল রহমান।
এছাড়া অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিকাল তিনটায় ‘প্রিপায়ারিং ইয়রসেলফ্ ফর লোকাল অ্যান্ড গ্লোবাল জব মার্কেট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান বক্তা থাকবেন বিডিজবসডটকম-এর চিফ কমার্শিয়াল অফিসার প্রকাশ রয় চৌধুরী।
পরে ‘এমপ্লয়ার্স এসপেক্টেশন ফ্রম দ্য অ্যাসপায়ারিং ক্যানডিডেটস’ শীর্ষক প্যানেল ডিসকাশনও অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজম, পালমাল গ্রুপের মানবসম্পদ বিভাগের জেনারেল ম্যানেজার রাশেদ মাওলা, এসিআই লিমিটেডের মানবসম্পদ বিভাগের সিনিয়র ম্যানেজার হাসান তারিক।
প্যানেল ডিসকাশন শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সেমিনারে অংশগ্রহনকারীদের সনদপত্র প্রদান করা হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। এছাড়াও উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ। পরে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিডিজবসডটকম-এর সিনিয়র ম্যানেজার মোহাম্মদ আলী ফিরোজ, ক্যারিয়ার ক্লাবের সভাপতি কাজী মাহমুদ, সাধারণ সম্পাদক তানভীর মোরশেদ প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর ও আমতলা চত্বরে ক্যারিয়ার ক্লাবের দুটি ইনফরমেশন বুথে প্রোগ্রাম সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।