মেয়াদোত্তীর্ণ পণ্য, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, ওজনে কারচুপিসহ বিভিন্ন কারণে ৭৩টি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রাজধানীর বাড্ডায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকায় আলী বাবা সুইটসকে দশ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য ভাগ্যকুল সুইটস এন্ড কনফেকশনারিকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নগরীর গুলশান এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের কারণে স্বপ্ন সুপার সপকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানা এলাকায় তিনটি প্রতিষ্ঠানকে পঁয়তাল্লিশ হাজার টাকা, মহানগরের বিভিন্ন এলাকায় তিনটি প্রতিষ্ঠানকে তেত্রিশ হাজার পাঁচশ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা, হবিগঞ্জের বাহুবল উপজেলায় চারটি প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা, গাজীপুর সদর উপজেলায় তিনটি প্রতিষ্ঠানকে পঁয়ত্রিশ হাজার টাকা, টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় দুটি প্রতিষ্ঠানকে দুই হাজার পাঁচশত টাকা, রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় চারটি প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় দুটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা, নেত্রকোণা সদর উপজেলায় চারটি প্রতিষ্ঠানকে আট হাজার টাকা, নরসিংদীর শিবপুর উপজেলায় দুটি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা, মাদারীপুরের রাজৈর উপজেলায় দুটি প্রতিষ্ঠানকে আট হাজার টাকা, নওগাঁ সদর উপজেলায় তিনটি প্রতিষ্ঠানকে আট হাজার টাকা, কুষ্টিয়া সদর উপজেলায় তিনটি প্রতিষ্ঠানকে বার হাজার টাকা, সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় তিনটি প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা, সুনামগঞ্জ সদর উপজেলায় তিনটি প্রতিষ্ঠানকে আঠার হাজার টাকা, কুড়িগ্রামের চিলমারী উপজেলায় তিনটি প্রতিষ্ঠানকে বার হাজার টাকা, রাজবাড়ীর পাংশা উপজেলায় দুটি প্রতিষ্ঠানকে আট হাজার টাকা, নীলফামারী সদর উপজেলায় তিনটি প্রতিষ্ঠানকে ষোল হাজার টাকা, বাগেরহাটের কচুয়া উপজেলায় ছয়টি প্রতিষ্ঠানকে বার হাজার টাকা, বরিশাল সদর উপজেলায় পাঁচটি প্রতিষ্ঠানকে নয় হাজার পাঁচশত টাকা, ভোলার লালমোহন উপজেলায় তিনটি প্রতিষ্ঠানকে এগার হাজার পাঁচশত টাকা এবং পটুয়াখালীর দশমিনা উপজেলায় ছয়টি প্রতিষ্ঠানকে পনের হাজার একশ টাকা জরিমানা করা হয়েছে।