আমেরিকান প্রযুক্তির ইউএম- রানার ব্র্যান্ডের মোটরসাইকেল নির্মাণ করতে যাচ্ছে দেশি মোটরসাইকেল নির্মাণকারী প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস লিমিটেড। গতকাল বুধবার রানার অটোমোবাইলস লিমিটেডের সঙ্গে আমেরিকান কোম্পানি ইউএম ইন্টারন্যাশনাল এলএলসির চুক্তি সই হয়।
রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এবং ইউএম এলএলসির ডিরেক্টর ইউ এম জুয়ান ভিলেগাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। পরে তারা রাজধানীর মালিবাগে ইউএম- রানার শপ উদ্বোধন করেন।
এসময় রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, আমরা গ্রাহকের চাহিদা পূরণে সব সময় কাজ করে যাচ্ছি। শিক্ষক ও সাংবাদিকদের জন্য কিস্তিতে গাড়ি দেয়ার সুযোগ থাকছে।
রানার অটোমোবাইলস লিমিটেডের নির্বাহী পরিচালক মুকেশ শর্মা বলেন, আগামী ৬ মাসে এ ধরনের আরও ৬০টি শো রুম উদ্বোধনের পরিকল্পনা আছে রানার অটোমোবাইলস লিমিটেডের।
এর মাধ্যমে রানার ময়মনসিংহের ভালুকায় অবস্থিত তাদের নিজস্ব আধুনিক উচ্চ প্রযুক্তির কারখানায় দেশীয় উপযোগী ইউএম- রানার ব্র্যান্ডের মোটরসাইকেল নির্মাণ করবে। এতে আমেরিকান কোম্পানি ইউএম ইন্টারন্যাশনাল এলএলসি কারিগরি এবং প্রকৌশলীতে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট আর আন্তর্জাতিক সোর্সিং সহযোগিতা দেবে। এসব ব্র্যান্ডের মোটরসাইকেলে অনেকগুলো বৈশিষ্ট্য থাকবে, যা আগামী মাস থেকেই সারাদেশে রানার এর শোরুমে পাওয়া যাবে। পরবর্তীতে আন্তর্জাতিক বাজারের জন্য এসব ব্রান্ডের মোটরসাইকেল নির্মাণ করবে রানার।
ইউএম মোটরসাইকেল বর্তমানে বিশ্বের ২৫টি দেশে বাজারজাত হচ্ছে এবং ২০১৩ সাল হতে এশিয়াতে তাদের বাজার সম্প্রসারণ করেছে।