স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭ এবং নোট ২ বিস্ফোরণ ঘটনার রেশ কাটতে না কাটতে এবার প্রতিষ্ঠানটির হোম অ্যাপ্লায়েন্স বিস্ফোরণের খবর মিলেছে। এবার বিস্ফোরিত হলো স্যামসাংয়ের ওয়াশিং মেশিন। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটির একজন নাগরিক অভিযোগ করেছেন তার গৃহে চালু থাকা একটি স্যামসাংয়ের ওয়াশিং মেশিন বিস্ফোরণ ঘটেছে। এঘটনায় তিনি স্যামসাংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
যুক্তরাষ্ট্রের কনজুমার প্রোডাক্ট সেফটি কমিশন জানিয়েছে, বিস্ফোরিত হওয়া ঐ ওয়াশিং মেশিনটি স্যামসাংয়ের তৈরি।
যুক্তরাষ্ট্রের একটি ল ফার্ম নিউ জার্সিতে একটি মামলা দায়ের করেছে। মামলার অভিযোগে বলা হয়, ক্ষয় ক্ষতির পরিমান ব্যাপক। ক্ষতিগ্রস্ত ওয়াশিং মেশিনের ব্যবহারকারী অভিযোগ করেছেন, স্যামসাংয়ের ঐ ওয়াশিং মেশিনটি গৃহে স্থাপনের কিছুদিন পরই কাপড় ধোয়ার সময় বিস্ফোরিত হয়।
স্যামসাং জানিয়েছে, তারা ক্ষতিগ্রস্থ ব্যবহারকারীকে ক্ষতিপূরণ দেবে।