মঙ্গলবার ভারতে গুগল স্টেশন চালু করল সার্ট জায়েন্ট গুগল। দেশটির বেশিরভাগ মানুষকে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নিয়েছে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল । পাশাপাশি ভিডিও অ্যাপ ‘ইউটিউব গো’ লঞ্চ করল গুগল।
গুগল জানিয়েছে, ভারতের যে সব জায়গায় প্রচুর সংখ্যক মানুষ রোজ জমা হোন, যেমন শপিং মল, কাফে, বাসস্টপ, বিশ্ববিদ্যালয় ওয়াই ফাই হটস্পট তৈরি করেছেন তার।
গুগলের ভাইস প্রেসিডেন্ট সিজার সেনগুপ্ত বলেন, ‘‘আমাদের লক্ষ্য হচ্ছে মানুষের হাতের মুঠোই দ্রুত গতির নেট পরিষেবা দেওয়া’,
বর্তমানে ভারতের ৫৩টি রেল স্টেশনে ফ্রি ওয়াইফাই পরিষেবা দেয় গুগল ৷ বছরের শেষে ১০০টি স্টেশনে এই পরিষেবা পৌঁছে দেওয়া তাদের লক্ষ্য।