নতুন প্রযু্ক্তির নমনীয় ব্যাটারি বাজারে এনেছে প্যানাসনিক। এতে ব্যবহার করা হয়েছে লিথিয়াম-আয়ন। এই ব্যাটারির বিশেষত্ব হচ্ছে এটি খুবই পাতলা। যা যেকোন ইলেক্ট্রনিক্স ডিভাইস ও পরিধেয়ও বস্ত্রে এই ব্যাটারি ব্যবহার করা যাবে। নমনীয় এই ব্যাটারির আয়তন মাত্র দশমিক ৫৫ মিলিমিটার। প্যানাসনিক জানিয়েছে, এই বছরের অক্টোবর মাসে এই ব্যাটারি বাজারে পাওয়া যাবে।
প্যানাসনিক দাবি করছে , নমনীয় এই ব্যাটারি রিচার্জেবল। অথাৎ বারবার চার্জ দিয়ে ব্যাটারিকে ব্যবহার উপযোগী করা যাবে। হালকা পাতলা এই ব্যাটারি খুব সহজেই ভাঁজ করা যায়। এ ধরণের প্রযুক্তির ব্যাটারি পরিধানযোগ্য প্রযুক্তি পণ্যে ব্যবহার করা যাবে। সোজা কিংবা ভাঁজ করা যে অবস্থায় এই ব্যাটারি ব্যবহার করা হোক না কেন সমান কাজ করতে সক্ষম এ ব্যাটারি ।
তবে এ ব্যাটারির ধারণক্ষমতা কম। মাত্র ৬০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের। তাই এই এ ব্যাটারি স্মার্টফোনে ব্যবহার উপযোগী নয়।