ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান লাভা বুধবার দেশটির বাজারে নতুন একটি ফোন ছেড়েছে। ফোনটির মডেল এ৯৭। সাশ্রয়ী দামের এই ফোনটি ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে।
ফোনটিতে আছে ৫ ইঞ্চির ডিসপ্লে। এর রিয়ার ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরাও ৫ মেগাপিক্সেলের। উভয় পাশে আছে এলইডি ফ্লাশ। এই ফোনটির বিশেষত্ব হচ্ছে কম আলোতে ভালো ছবি তোলা যাবে।
লাভার এ৯৭ ফোনটিতে আছে ১.৩ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসর, ১ জিবি র্যাম এবং ৮ জিবি বিল্টইন মেমোরি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
অ্যানড্রয়েড ৬.০ মার্সম্যালো অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটি বাংলাসহ ভারতের ১২ ভাষা সমর্থন করে। ভারতের বাজারে ফোনটি বিক্রি হচ্ছে ৫ হাজার ৯৪৯ রুপিতে।