‘এমন কিছুর জন্যই অপেক্ষায় ছিলাম। শুরুতে দুই ম্যাচের জন্য দল ঘোষণা করা হয়। তখনও আশা ছিল শেষ ম্যাচে সুযোগ পাবো। শেষমেশ জায়গা হল। বেশ ভালো লাগছে।’ বৃহস্পতিবার বাংলাদেশ দলের টিম হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মোশাররফ হোসেন রুবেল।
প্রায় সাড়ে আট বছর পর দলে ডাক পেয়ে ভালো কিছু করার অঙ্গিকার ব্যক্ত করলেন মোশাররফ। ‘অনেকদিন পর দলে জায়গা পাওয়া। দলে নিয়মিত হওয়ার চেষ্টা করবো। শেষ ম্যাচে ভালো কিছু করার আশা করছি।’
আন্তর্জাতিক ম্যাচ কঠিন হলেও ভালো করার প্রত্যয় মোশাররফের। ‘আন্তর্জাতিক ক্রিকেট একটু কঠিন। তবে আমি খেলার মধ্যেই ছিলাম। লিগ বলেন আর যে কোনো ম্যাচই বলেন। উইকেটের ব্যবহার আমি জানি। তাই ভালো হবে এটাই আশা।’
উল্লেখ্য, শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বর্তমানে সিরিজ ১-১ সমতায় রয়েছে।