প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচে ‘নড়বড়ে’ মুশফিক কিছুটা বিপাকে ফেলেন বাংলাদেশকে। ব্যাটসম্যান মুশফিককে নিয়ে কোনো প্রশ্ন না উঠলেও উইকেটরক্ষক মুশফিককে নিয়ে প্রশ্ন ওঠে বারবার। তবে মাশরাফি তাকে আগলে রেখে বলছেন, ‘একটা ম্যাচ কখনও এক জনের জন্য হারা সম্ভব না। আমরা যদি আর ২০ রান করতাম তাহলে হয়তো এসব কথা আসতোই না। আমরা ওর উপর একেবারেই বিরক্ত না বরং ওকে নিয়ে যথেষ্টই খুশি।’
শুক্রবার দুপুরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাশরাফি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে মুশফিক সংবাদ মাধ্যম এড়িয়ে চলেন। সাংবাদিকরা শত অনুরোধ করলেও কথা বলতে রাজি হন না। মাশরাফির সংবাদ সম্মেলনে উঠল এই প্রসঙ্গটিও।
মাশরাফি বলছেন এটি তার ব্যক্তিত্বেরই অংশ, ‘এক এক মানুষর চিন্তা ভাবনা এক এক রকম। তবে মুশফিকের পেশাদারিত্বের দিকে তাকালে দেখবেন সে আমাদের চেয়ে সব সময় এক ধাপ এগিয়ে। এখানে আমরা যারা ক্রিকেট খেলতে এসেছি, তারা সবাই পেশাদার আচরণ করবো এটাই স্বাভাবিক। এ জায়গায় থেকে তাকে ১০০ তে ১০০ দিতে হবে।’