প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:১৫:৫০আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:২৩:৩৩
এক ম্যাচে সব শেষ হয়ে যায়নি: মাশরাফি
ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রথম ম্যাচে হারতে হারতে জয়। দ্বিতীয় ম্যাচে হারতে হারতে হারই। এখন সামনে তৃতীয় ম্যাচ। তার আগে অধিনায়ক মাশরাফি বলছেন, ‘আমার কাছে মনে হয় না আমরা এতদিন যে কাজগুলো করে এসেছি, যে সাফল্যগুলো পেয়েছি, তা একদিনের একটি ম্যাচে শেষ হয়ে যাবে। আমরা আত্মবিশ্বাস নিয়ে শেষ ম্যাচে মাঠে নামবো।’
বাংলাদেশ গত বছর ওয়ানডেতে দারুণ সময় কাটিয়েছে। ক্রিকেট বিশ্বে নিজেদের একটা অবস্থানও তৈরি করেছে। মাশরাফি সেইসব কথা স্মরণ করে বললেন, ‘একটা খারাপ দিন, এটা ক্রিকেটে হয়। যে কোনো খেলাই হয়। আমরা আগের সব ভুলে যাইনি। আমরা চেষ্টা করছি মানসিকভাবে ফ্রি থেকে মাঠে নামতে।’
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ২০৮ রানেই গুঁটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। টপ অর্ডারের ব্যাটসম্যানরা সেট হয়েও কেউই বড় স্কোর গড়তে পারেননি। তবে শেষ ম্যাচে ব্যাটসম্যানদের কাছে আরও দায়িত্ব নিয়ে খেলার আহ্বান জানান তিনি।
‘আমাদের ব্যাটসম্যানদের মধ্যে সেরা পাঁচের কেউ না কেউ ভালো ক্রিকেট খেলেছে। কিন্তু আগের ম্যাচটাতে কেউ তেমন কিছু করতে পারেনি। ওই জায়গাতে ভালো করতে না পারলে ২২০ এর উপর যাওয়া কঠিন। আমি মনে করি আমাদের দিক থেকে ওটা একটা বাজে দিন। আমরা অবশ্যই আফগানিস্তানকে ছোট করছি না। আশা করি পরের ম্যাচে এমন কিছু হবে না।’