প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:১০:২৩আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:২৪:২৯
শনিবার সিরিজ নির্ধারণী ম্যাচ
সম্মান পুনরুদ্ধারে মরিয়া বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রায় দশ মাস ওয়ানডে ক্রিকেটের বাইরে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি হিসেবে যে কারণে আমন্ত্রণ জানানো হয় আফগানিস্তানকে।কিন্তু কি যন্ত্রণা, এই আফগানদের কাছেই দেশের মাটিতে মানসম্মান খোয়ানোর যোগাড়! তিন ম্যাচের ওয়ানেডে সিরিজ ১-১ সমতা।শনিবার শেষ ওয়ানডে হয়ে দাঁড়িয়েছে বাঁচা মরার লড়াই (ম্যাচ শুরু দুপুর ২টা ৩০ মিনিট)।
ম্যাচটা জিতে ইতিহাস গড়ার সুযোগ আফগানদের। শনিবার বাংলাদেশকে হারাতে পারলে জিম্বাবুয়ের উপরে র্যাঙ্কিং এমন দেশের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতবে তারা।
গত বছর দেশের মাটিতে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো বড় দলের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ্।সেই দলের একি হালচাল! প্রথম ম্যাচ ৭ রানে জয়ের পিছনে ভাগ্যের সহয়তার পাশাপাশি আফগানদের অনভিজ্ঞতাও কাজ করেছে। ৪৬ ওভার পর্যন্ত জয়ের রাস্তাতে ছিল সফরকারীরা।
দ্বিতীয় ম্যাচে তো কেলেঙ্কারি হবার অবস্থা সৃষ্টি হয়েছিল।শেষ দিকে তরুণ মোসাদ্দেক হোসেন ৪৫ বলে ৪৫ রানের ইনিংস না খেললে ২০৮ নয়, ১৬০ রানেই গুটিয়ে যেতে পারত বাংলাদেশ। বাংলাদেশ যেন সেই নব্বই দশকের মতো ব্যাটিং করেছে এ ম্যাচে। বোলিংও সেই একই চিত্র।
বড় দল হওয়ার পথে অনেক দূর পাড়ি দেওয়া বাংলাদেশ দলের জন্য এ যে বড়্ই বিব্রতকর। দ্বিতীয় ম্যাচে হারার পর অনেকটা চাপের মধ্যে মাশরাফিরা। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন দলের এমন পারফরম্যান্সে বিরক্ত প্রকাশ করে বলেছেন,‘ সিনিয়র খেলোয়াড়দের ব্যর্থতা মেনে নেওয়ার মতো নয়।’
দল ও একাদশ নির্বাচনে নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে খামখেয়ালির অভিযোগ এনেছেন অনেকেই। মোস্তাফিজ না থাকায় আল আমিনকে দলে নেওয়া দরকার ছিল। নাসিরকে বসিয়ে রেখে সৌম্য সরকারকে খেলানোর মধ্যে কোনো যুক্তি নেই। সাব্বিরকে তিন নম্বরে নামানো- এমন অনেক সিদ্ধান্তই নেওয়া হচ্ছে যেটা দলের জন্য বোঝা হয়ে যাচ্ছে।
শনিবার সৌম্য সরকারকে ড্রপ দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে তামিমের সঙ্গে ওপেন করবেন ইমরুল কায়েস। মিরপুরের উইকেটের কথা মাথায় রেখে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে মাঠে নামত যাচ্ছে দল। মাশরাফির সঙ্গে দ্বিতীয় পেনার হিসেবে থাকছেন তাসকিন। যদিও ভালো ফর্মে নেই তিনি।
সাকিবের সঙ্গে অপর দুই স্পিনার হলেন তাইজুল ইসলাম ও মোশাররফ হোসেন রুবেল। যদিও গত দুই ম্যাচে কোনা উইকেট নিতে পারেননি তাইজুল। সাড়ে আট বছর পর জাতীয় দলে ফেরা রুবেল কেমন কি করেন সেটা দেখার বিষয়। বাংলাদেশ কতটা ঘুরে দাঁড়াতে পারে দেখার বিষয় সেটাও। সামনে যে গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সিরিজ।