প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৪০:২০আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৪১:২৪
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি
তিন সেকেন্ড আগের গোলে শিরোপা হাতছাড়া বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির শিরোপা ঘরে তুলেছে ভারত। শুক্রবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বাংলাদেশকে ৪-৫ গোলে পরাজিত করেছে ভারত।
এদিন ম্যাচের ২০ মিনিটে দলকে এগিয়ে দেন লাল-সবুজের অধিনায়ক রোমান সরকার। এর পরের মিনিটেই সমতায় ফিরে ভারত। ম্যাচের ২৬ মিনিটে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। প্রথমার্ধের শেষ মিনিটে বাংলাদেশের ব্যবধান ২-১ করেন সাব্বির মোহাম্মদ মোহসিন।
বিরতির পর খেলা বেশ জমে উঠে। আক্রমণ আর পাল্টা আক্রমণে দু’দলের মধ্যে দারুণ লড়াই শুরু হয়। ৩৪ মিনিটে ভারতকে সমতায় ফেরান হারদিক সিং। ৫১ মিনিটে তৃতীয় গোল হজম করে বাংলাদেশ। এরপর বাংলাদেশকে ৩-৩ গোলে সমতায় ফেরান আশরাফুল। ৬২ মিনিটে আবারও এগিয়ে যায় ভারত। কজেংবাম সিংয়ের গোলে ভারতকে ৪-৩-এ এগিয়ে দেন এই তারকা।
ফরোয়ার্ড মাহবুব হোসেন বাংলাদেশকে নিরাশ করেননি। লাল-সবুজদের ৪-৪ গোলে সমতায় ফেরান মাহবুব। কিন্তু ম্যাচ শেষ হওয়ার অন্তিম মুহূর্তে ভারতকে জয়সূচক গোলটি করেন শিভম আনন্দ। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ৪-৫ গোলে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ।