‘পেশাদার ক্রিকেটার হিসেবে যেকোনো জায়গায়ই খেলতে হয়। তবে বিপিএলে খুলনাকে বেছে নেওয়ার কারণ, খুলনার জন্য ভালো কিছু করতে চাই।’
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে খুলনা টাইটান্সের লোগো উন্মোচন শেষে এমন আশাবাদ ব্যক্ত করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
টি-টোয়েন্টি ক্রিকেটে শক্ত মানসিকতা থাকা দরকার এমনটি উল্লেখ করে রিয়াদ বলেন, ‘বিপিএলে ভালো খেলতে চাই। আশা করছি দেশি-বিদেশি ক্রিকেটার নিয়ে ভালো একটি দল করবে খুলনা। চেষ্টা থাকবে দলের স্পিরিট ধরে রাখা। তাছাড়া টি-টোয়েন্টিতে শক্ত মানসিকতা থাকা দরকার।’
এর আগে বিপিএল-এর তৃতীয় আসরে বরিশাল বুলসের অধিনায়ক ছিলেন রিয়াদ। সেবার দলকে শিরোপা উপহার দিতে পারেননি তিনি। মাশরাফির কুমিল্লার কাছে হেরে বিদায় নিতে হয়েছিল রিয়াদের দলকে।