প্রকাশ : ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ২১:১৭:২৮আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১১:১৬:৩৫
বিপিএলের প্লেয়ার্স ড্রাফট আজ
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
আগামী ৪ নভেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এরই মধ্যে সাত আইকন চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএলের চতুর্থ আসরের প্লেয়ার্স ড্রাফট।
এবার বিপিএলের সবচেয়ে দামি আইকন খেলোয়াড় সাকিব আল হাসান। তাঁর মূল্য ধরা হয়েছে ৫৫ লাখ টাকা। সাকিবরে পরেই আছেন তামিম ইকবাল। যথাক্রমে আছেন মুশফিক, মাহমুদউল্লাহ ও মাশরাফি। তবে বাদ পড়েছেন নাসির হোসেন। নতুন আইকন সৌম্য ও সাব্বির।
মাশরাফি আগের দল কুমিল্লায়, তামিমের চট্টগ্রাম, মাহমুদুল্লাহ খেলবেন খুলনার হয়ে। আর সাকিব আল-হাসান ঢাকা, রাজশাহীর হয়ে সাব্বির রহমান ও সৌম্য সরকারের দল রংপুর।
তাছাড়া বিদেশি ক্রিকেটারদের মধ্যে ক্রিস গেইল, শহিদ আফ্রিদি, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, ড্যারেন স্যামি, ডোয়াইন ব্রাভো, শোয়েব মালিক, থিসারা পেরেরাসহ ৩১ জন তারকা ক্রিকেটারদের দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
বিপিএলে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন ১১ জন খেলোয়াড়। যাদের মূল্যমান ধরা হয়েছে ২৫ লাখ। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ৩৫ ক্রিকেটার। তাদের মূল্যমান আঠারো লাখ টাকা। এছাড়া ‘সি’ ক্যাটাগরিতে ৫২ জনের জন্য ১২ লাখ এবং ‘ডি’ ক্যাটাগরির ২৮ জন তারকার মূল্যমান নির্ধারিত হয়েছে পাঁচ লাখ টাকা। সবমিলিয়ে মোট ১৩৩ জন খেলোয়াড়কে বিপিএলে রাখা হয়েছে।