গ্রুপপর্বের মতো আরেকটি ভারতবধের কাব্য লিখতে চান আশরাফুল। তারপর দেশকে এনে দিতে চান এশিয়া কাপের শিরোপা। গতকাল চীনা তাইপেকে হারিয়ে সেই কথাই বলে গেলেন। অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির শিরোপা নির্ধারণী এই ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। মওলানা ভাসানী স্টেডিয়ামে। সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।
হকিতে এশিয়া কাপের যে কোনো পর্যায়ে প্রথম ফাইনাল খেলছে বাংলাদেশ। ভারতকে হারাতে পারলেই হকির ইতিহাসে বড় ট্রফি উঠবে বাংলাদেশের ঘরে।
গতকাল দুই সেমিফাইনালে বাংলাদেশ ৬-১ গোলে চাইনিজ তাইপে ও ভারত ৩-১ গোলে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায়।
এর আগে ২০০১ সালে এই টুর্নামেন্টে অংশ নিলেও বাংলাদেশের স্থান ছিল পঞ্চম। এবার ঘরের মাঠে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। শক্তিশালী ভারত ৫-৪ ও ওমানকে ১০-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠে বাংলাদেশ।
গতকাল সেমিফাইনালে চাইনিজ তাইপেকে দাঁড়াতে দেয়নি আশরাফুলরা। দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে ফাইনালে জায়গা করে নিয়েছে। আশরাফুল ৩, রাজু, সজীব ও রাব্বি ১টি করে গোল করেন। চাইনিজ তাইপের সান্ত্বনাসূচক গোলটি করেন চুং।