ঢাকা: আগামী নির্বাচনে তিনশ আসনে দলের মনোনীত প্রার্থীদের নাম আগেভাগে ঘোষণা করতে চাইছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। এব্যাপারে জয় তাঁর যুক্তি মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরেছেন বলে দলের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
জয়ের যুক্তি হচ্ছে, আগেভাগে প্রার্থীদের নাম ঘোষণা করা হলে তারা নির্বাচনের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাবেন। উদাহরণ হিসেবে তিনি যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরেন। যুক্তরাজ্যের নির্বাচনের অনেক সময় বাকি। কিন্তু ব্রিটিশ লেবার পার্টি ওই নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে টিউলিপ সিদ্দিকীর নাম অনেক আগে ঘোষণা করেছে। এর উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের আগে যেন তিনি প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার সুযোগ পান।
আওয়ামী লীগের একাধিক ঘনিষ্ঠ সূত্র ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে জানায়, জয় তাঁর মা শেখ হাসিনাকে বলেছেন, তৃণমূল নেতাদের সঙ্গে যে মতবিনিময় চলছে তাতে দলের খুব একটা কাজে আসবে বলে তিনি মনে করেন না। কারণ, তৃণমূলের নেতারা এখন পর্যন্ত ব্যক্তিগত আক্রমণই বেশি করেছেন। তাছাড়া এলাকায় একাধিক নেতাকে কেন্দ্র করে যে বলয় গড়ে তোলা হচ্ছে তাতে দলের অভ্যন্তরীণ কোন্দল বাড়বে ছাড়া কমবে না। তাই আগে ভাগেই যদি প্রার্থীদের নাম ঘোষণা করা হয় তবে তারা নির্বাচনে প্রস্তুতি নেয়ার পর্যাপ্ত সময় পাবেন। তৃণমূলে বিভিন্ন জায়গায় দলের মধ্যে যে অসন্তোষ আছে তা দূর হবে বলেও মত দেন তিনি।
অবশ্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহও মনে করেন আগেভাগে প্রার্থীদের নাম ঘোষণা করা হলে নির্বাচনী প্রস্তুতির জন্য ভাল সময় পাওয়া যাবে। ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘এবার নির্বাচনে তিনশ আসনেই আওয়ামী লীগের একক প্রার্থী থাকবে। কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না। তাই আগেই যদি প্রার্থী চূড়ান্ত করা যায়, তবে যেকোনো ধরনের বিরোধ আগে থেকেই মেটানো সম্ভব হবে।’
জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য নূহ-উল আলম লেনিন ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘নির্বাচনে প্রার্থী চূড়ান্তের ব্যাপারে নেত্রীকে (শেখ হাসিনা) দায়িত্ব দেয়া হয়েছে। দলের সংসদীয় বোর্ড আছে। তারা সময় মতই প্রার্থীদের তালিকা চূড়ান্ত করবেন।’
(ঢাকাটাইমস/ ২২ সেপ্টেম্বর/ এইচএফ/ ১১.২৮ঘ.)