ঢাকা: একসময়ের শৌর্যে-বীর্যে প্রতাপশালী ছাত্রদল এখন ঝিমিয়ে পড়েছে। নেতাদের বয়সের ভার এতোই বেশি যে তারা নড়াচড়া পর্যন্ত করতে পারছেন না। ফলে তৃণমূল পর্যায়ে ছাত্রদল কর্মীরা রীতিমতো মনোবল হারিয়ে ফেলেছেন। বর্তমান সরকারের সাড়ে চার বছরে একটি দিনও ছাত্রদল আন্দোলন সংগ্রামের তীর্থভূমি খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে পারেনি। বার বার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে।
ছাত্রদলের মাঠ পর্যায়ের কর্মীদের দাবি, শীর্ষ নেতাদের নেতৃত্বের জোর না থাকায় তারা মনোবল পাচ্ছেন না। তাদের অভিযোগ, ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা গাঁ বাঁচিয়ে রাজনীতি করছেন। বিএনপির ভ্যানগার্ড হিসেবে পরিচিতি ছাত্রদল রাজপথে বলতে গেলে এখন নিষ্ক্রিয় হয়ে পড়েছে।
জানা গেছে, ছাত্রদলের এই করুণ দশায় বিএনপি চেয়ারপারসনও ব্যাপক ক্ষুব্ধ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজপথে ছাত্রদলের যেরকম ভূমিকা রাখার কথা ছিল তার কিয়ৎ অংশও করতে পারছে না বিএনপির সহযোগী এই সংগঠনটি।
সর্বশেষ মঙ্গলবার সকালে ঢাবি ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হয় ছাত্রদল। ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ছাত্রদল ভয়ে মূল ক্যাম্পাসে ঢুকতে পারেনি। তবে ছাত্রদলের ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে একটি গ্রুপ পলাশি থেকে বুয়েট ক্যাম্পাসের মধ্যে দিয়ে পাঁচ মিনিটের একটি ঝটিকা মিছিল করে। পুলিশ ও ছাত্রলীগের কোনো রকম প্রতিরোধ না থাকলেও তারা ভয়ে যেনতেনভাবে মিছিল শেষ করেই ক্যাম্পাস ত্যাগ করে।
এদিকে আরেকটি গ্রুপ নিলক্ষেত মোড়ে মিছিলের চেষ্টা করলে পুলিশের সতর্ক অবস্থানের কারণে ক্যম্পাসে ঢোকার সাহস করেনি তারা। সকাল ৮টা থেকে বেলা ১১টার পর্যন্ত ওঁত পেতে ছিলো এই আশায় যে, কখন পুলিশ একটু বিশ্রাম নিবে- ফাঁকে তারা মিছিলটি করবে। কিন্তু তাদের আশা সফল হয়নি।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মহিদুল হাসান হিরু ও সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজকে ক্যাম্পাসের আশেপাশেও আসতে দেখা যায়নি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ছাত্রদলের ঢাবি শাখার তৃণমূল কর্মীরা।
জানতে চাইলে সভাপতি মহিদুল হাসান হিরু ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি নিয়ে সাংগঠনিক সম্পাদক মিনহাজের সঙ্গে কথা বলেন।
সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমাদের নেতাকর্মীরা বুয়েটের পাশে পলাশির মোড়ে একটি মিছিল করেছে। আরেকটি মিছিল করার কথা রয়েছে। তবে তিনি ক্যাম্পাসে আসেননি।
প্রসঙ্গত, তথ্যমন্ত্রীর বাসায় হামলার অভিযোগে ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ায় তারা দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে। এই কর্মসূটির অংশ হিসেবে আজ মঙ্গলবার ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভের কথা ছিল ছাত্রদলের। কিন্তু তারা বিক্ষোভ মিছিল করেত পারেনি।
(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/ এমএম/এআর/ ঘ.)