ঢাকা: সর্বদলীয় সরকারে নিযুক্ত মন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন তা নিয়ে চলছে গুঞ্জন।পুরনোদের মধ্যে নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন এ নিয়েও কানাঘুষা চলছে। শেষ মুহূর্ত পর্যন্ত চুলচেরা বিশ্লেষণ চলছে বলে সরকারের নীতি নির্ধারণী সূত্রে জানা গেছে।
ওই সূত্রটি জানিয়েছে, নবনিযুক্ত মন্ত্রীদের নিয়ে মঙ্গলবার সকালে গেজেট প্রকাশিত হওয়ার কথা থাকলেও দপ্তর বন্টন নিয়ে ঝামেলার কারণে গেজেট সন্ধ্যা নাগাদ গড়াতে পারে।
সরকারের নীতি নির্ধারণী সূত্র ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে, নতুন সরকারে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ পদ দাবি করছে। দলটির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ স্বাস্থ্য, শিক্ষা, বিমান ও নৌপরিহন দপ্তর পাওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন। এরমধ্যে স্বাস্থ্য দপ্তরে রওশন এরশাদকে দেয়ার জন্য অনুরোধও করা হয়েছে এরশাদের পক্ষ থেকে।
সূত্রটি জানায়, শিল্প ও বাণিজ্যের যেকোনো একটি দপ্তর চেয়েছেন তোফায়েল আহমদ। অথচ তিনি নাকি এর আগে মন্ত্রী হতেই রাজি হননি।
এছাড়া, নতুন সরকারে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডা. দীপু মনি এবং বন ও পরিবেশমন্ত্রী হিসেবে ড. হাছান মাহমুদ থাকার জন্য প্রাণান্ত চেষ্টা করছেন।
নীতিনির্ধারণী সূত্র ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে জানায়, অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত এবং স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে সৈয়দ আশরাফুল ইসলাম নতুন সরকারের আবারও থাকছেন। এছাড়া, প্রবাসী কল্যাণ দপ্তর পাচ্ছেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, কৃষিমন্ত্রীর দপ্তর পাচ্ছেন মতিয়া চৌধুরী, পানিসম্পদ মন্ত্রণালয়ে থাকছেন রমেশ চন্দ্র সেন।
তাছাড়া পুরোনো মন্ত্রিসভার অনেকেই নতুন মন্ত্রিসভায় থাকছেন।
(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এএসএ/এআর/ ঘ.)