logo ২০ এপ্রিল ২০২৫
আত্মগোপন কৌশলের বিকল্প আপাতত কিছু নেই: ড. এমাজউদ্দিন
০২ ডিসেম্বর, ২০১৩ ১৭:৫১:২৫
image


কর্মসুচীর ঘোষণা দিয়ে বিএনপি নেতারা আত্মগোপনের কৌশল অবলম্বন করেছেন। এ ধরনের কৌশলে আন্দোলন কতটা সফল হবে এবং বর্তমান পরিস্থিতিতে বিরোধীদলের করণীয় কি হতে পারে এ ব্যাপারে ঢাকাটাইমস এর সাথে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাষ্টবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ। ঢাকাটাইমস পাঠকদের উদ্দেশ্য সাক্ষাৎকারটি নিতে তুলে ধরা হল:

ঢাকাটাইমস: কর্মসূচি দিয়ে বিএনপি নেতারা আতœগোপন কৌশলে কেন? এ ধরনের কৌশলে তারা কতটা সফল হতে পারবে বলে মনে করেন?

ড. এমাজউদ্দিন আহমেদ: বিএনপির বেশ কিছু সিনিয়র নেতা এই মুহুর্তে কারাগারে আছেন। আইন শৃঙ্খলা বাহিনী যাকে পাচ্ছে তাকেই আটক করছে। বর্তমানে যে কৌশল বিএনপি অবলম্বন করছে  এটাই হওয়া উচিত। মূলত এটা আত্মরক্ষার কৌশল। এই কৌশলের বিকল্পতো আপাতত কিছু দেখা যাচ্ছে না। বিএনপি যেটা করতে চাচ্ছে এই কৌশল অবলম্বন করেই তো তা হচ্ছে। বর্তমান সরকারের পলিসিও তাই। একতরফা নির্বাচন ঠেকাতেতো এর বিকল্প কিছু নেই।

ঢাকাটাইমস: চলমান রাজনৈতিক কর্মসুচি চলাকালে বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটছে। এসব ঘটনায় দুই জোট পরস্পরকে অভিযুক্ত করছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারও প্রধান দুই দলকে হুঁশিয়ারি দিয়েছেন। এই মুহূর্তে বিরোধী জোটের কি করা উচিত ?

ড. এমাজউদ্দিন আহমেদ: প্রাণহানির ঘটনা খুবই দু:খজনক। এগুলো আসলে কারা করছে তার সঠিক তদন্ত সরকারের করা উচিত। শাহবাগের মোড়ে যে বাসটা জ্বালিয়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে আমি নিজেও খোঁজ নেয়ার চেষ্টা করেছি। সব যে বিএনপি করছে তা নাও হতে পারে। বিরোধীদলের বদনাম বাড়ানোর জন্য বিএনপিকে দোষারোপ করা হতে পারে। তাই এ ব্যাপারে বড় ধরণের তদন্ত প্রয়োজন। যেসব কর্মসূচিতে মানুষ মারা যায়, আহত হয়, সেসব কর্মসূচি আসলেই গ্রহণযোগ্য হতে পারে না।

ঢাকাটাইমস: বিরোধীদলের নেতাদের যেভাবে আটক করা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থায় এর যৌক্তিকতা কতটুকু।

ড. এমাজউদ্দিন আহমেদ: জনপ্রিয়তা হারিয়ে সরকার দিশেহারা হয়ে গেছে। বাকশালের মতো আচরণ করছে। বিরোধীদলের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সাথে সরকারের আচরণের কোন মিল নেই। এভাবে চলতে থাকলে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার শামিল হবে।

ঢাকাটাইমস: অবরোধ-হরতালের মতো রাজনৈতিক কর্মসূচিতে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে। এ ধরণের কর্মসূচির বাইরে অন্য কোন কর্মসূচি আছে কি? যা বিরোধী জোটের দাবি পূরণে সহায়ক হবে।

ড. এমাজউদ্দিন আহমেদ: এর আগে বিএনপি যত কর্মসূচি দিয়েছিল তার কোনটি তারা পালন করতে পারেনি। সরকার করতে দেয়নি। একটা মিটিং মিছিল এমনকি পার্টি অফিস এবং বিএনপি নেতার বাসার সামনে পুলিশ দিয়ে অবরুদ্ধ করে রাখা হচ্ছে। বর্তমানে অন্যকোন প্রক্রিয়া কার্যকর সমাধান হতে পারে না। সেখানে এছাড়াতো আর কোন পথ নেই।

ঢাকা টাইমস: আপনাকে অনেক ধন্যবাদ।

ড. এমাজউদ্দিন আহমেদ: আপনাকেও ধন্যবাদ।

সাক্ষাৎকারটি নিয়েছেন: মানিক মোহাম্মদ।