logo ০১ মে ২০২৫
বিএনপির লংমার্চ আজ শুরু, জামায়াত থাকবে কি?
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ এপ্রিল, ২০১৪ ১৯:৪৫:৫৭
image


ঢাকা: তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে আজ মঙ্গলবার তিস্তা অভিমুখে লংমার্চ শরু করছে বিএনপি৷ এই কর্মসূচিতে ১৯ দলীয় জোটের অন্য শরিকদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে বিএনপি৷ বিভিন্ন সভা সমাবেশে বিএনপি নেতারা আওয়ামী লীগকেও আমন্ত্রণ জানিয়েছে। তবে আওয়ামী লীগ বলছে বিএনপি এই কর্মসূচির মধ্যদিয়ে দেশে অস্থিরতা তৈরি করতে চায়।

জোটের শরিকরা লংমার্চে অংশ নেয়ার সিদ্ধান্ত নিলেIএ নিয়ে জামায়াতের মধ্যে দ্বিধা-দ্বন্দ রয়েছে বলে জানা গেছে।  জামায়াতের নীতি নির্ধারণী একটি অংশ মনে করে বিএনপিকে একক আন্দোলন করতে দেয়া উচিত৷

বৃহস্পতিবার রাতে ১৯ দলীয় জোট নেতাদের বৈঠকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জোটের সব দলকে লংমার্চে অংশ নেয়ার আহ্বান জানান৷ তাঁর আহ্বানে সবাই সম্মত হলেও জামায়াত এখনো সিদ্ধান্ত ঠিক করতে পারেনি৷

এনিয়ে জামায়াতের নীতি-নির্ধারকরা বৈঠক করেছেন শুক্রবার৷ জানা গেছে, বৈঠকে লংমার্চে যোগদানের বিষয়ে জামায়াতের দুটি মতামত আসে৷

একপক্ষ বলছে, উপজেলা নির্বাচনসহ বেশ কিছু ইস্যুতে বিএনপি ও জামায়াতের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। এটা কমাতে লংমার্চে যোগ দেওয়া উচিত৷

আরেকটি অংশ বলছে, এই মুহূর্তে সরকার জামায়াতের উপর তেমন ‘দমন-পীড়ণ' করছে না৷ লংমার্চে যোগ দিলে সেটা বেড়ে যেতে পারে৷ তাছাড়া বিএনপিকে একক আন্দোলন করতে দেয়া উচিত৷

জানা গেছে, দুটি পক্ষ ঐকমত্যে পৌঁছতে না পারায় সিদ্ধান্তের ভার ছেড়ে দেয়া হয়েছে জেলা নেতৃবৃন্দের উপর৷ জেলা নেতারা যে মতামত দেবেন, তার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে৷ তবে জামায়াতের কারাগারের বাইরে থাকা কোনো দায়িত্বশীল নেতা এব্যাপারে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি৷

এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন জানান, ‘‘বিএনপি চেয়ারপার্সন জোটের সব দলকে লংমার্চে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন৷ সবাই অংশগ্রহণে সম্মত হয়েছেন৷ জামায়াত অংশ নেবে না - এমন কোনো কথা তারা বলেনি৷'' তিনি জানান, ‘‘এটি জোটের কর্মসূচি নয়, বিএনপির কর্মসূচি৷ তাই কেউ যোগ না দিলে সেটা তাদের নিজস্ব ব্যাপার৷''

২২ এপ্রিল সকাল ৮টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে রওনা হবে লংমার্চটি৷ ২৩ এপ্রিল সকাল ১১টায় তিস্তার ডালিয়া পয়েন্টে প্রতিবাদ সমাবেশ হবে৷

(ঢাকাটাইমস /২১ এপ্রিল / এআর / ঘ.)