ঢাকা: মেয়াদোত্তীর্ণ ছাত্রলীগের কমিটিতে বিশৃঙ্খলা দেখা দিলেও কমিটি গঠনে কেউ কোনো উদ্যোগ নিচ্ছে না। তাছাড়া টাকার বিনিময়েও জেলা পর্যায়ে নতুন কমিটিতে স্থান দেওয়ার অভিযোগও শোনা যাচ্ছে। ফলে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। কোন্দলে জড়িয়ে পড়ছেন নেতা-কর্মীরা। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতেও তৈরি হয়েছে স্থবিরতা। গত দেড় বছরে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোনো বৈঠক হয়নি।
ছাত্রলীগের নেতা-কর্মীরা জানান, সম্মেলনের মাধ্যমে ২০১১ সালের ১১ জুলাই কমিটি গঠন করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী একটি কমিটির মেয়াদ দুই বছর। সে অনুযায়ী ২০১৩ সালের ১১ জুলাই এ কমিটির মেয়াদ শেষ হয়। এরপর দেড় বছর চললেও সম্মেলন হচ্ছে না।
এছাড়া গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটিতে মোট ২৫১ সদস্য থাকার কথা থাকলেও কমিটিতে সদস্য আছে ৫ শতাধিক। প্রতিদিনই কেন্দ্রীয় কমিটিতে টাকার বিনিময়ে নতুন নেতাদের পদও দেওয়া হচ্ছে বলে নেতা-কর্মীরা অভিযোগ করেন।
সংগঠনটির নেতাদের পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া হলেও এ নিয়ে মাথাব্যথা নেই দলের দুই শীর্ষ নেতার। নানা অজুহাতে তারা পদ আঁকড়ে আছেন। যার খেসারত দিতে হচ্ছে সহ-সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদক ও সম্পাদক পর্যায়ের শতাধিক পদপ্রত্যাশী নেতাকে। এছাড়া সময়মতো কমিটি না করায় অনেকের বয়স চলে যাচ্ছে। ফলে বয়সের কারণে তারা নেতাও হতে পারছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় কমিটির এক নেতা ঢাকাটাইমসকে বলেন, ‘ছাত্রলীগের নেতা হওয়ার জন্য বয়স নির্ধারণ করা আছে ২৯। কিন্তু নির্ধারিত সময়ে সম্মেলন না হওয়ায় অনেকের বয়স পেরিয়ে গেছে। এতে তাদেরসহ অনেকেই নেতা হতে পারছে না।’
অন্য এক নেতা জানান, শীর্ষ নেতারা জেলা সংগঠনগুলোতে ‘পকেট কমিটি’ দিয়ে নিজেদের রাজনীতি টিকিয়ে রাখতে ব্যস্ত।
এদিকে সারা দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ছাত্রলীগের কোনো কার্যকর কমিটি নেই। আর যেখানে কমিটি আছে সেখানেও কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না ছাত্রলীগ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাদের মধ্যে ইতিমধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ঘটনায় বহিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদককে। এর বাইরে আর কোনো পদক্ষেপ নেয়নি কেন্দ্রীয় কমিটি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠলেও চুপ ছিল কেন্দ্রীয় কমিটি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর শিবির হামলা করলেও শুধু বিক্ষোভ মিছিল করা ছাড়া আর কোনো পদক্ষেপ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি গ্রহণ করেনি।
ঢাকা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে ফারুক নামের এক শিক্ষার্থী নিহত হলেও কেন্দ্রীয় কমিটি এ ব্যাপারেও প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নেয়নি। তিতুমীর কলেজে ছাত্রলীগের কোনো অবস্থানই নেই।
ঢাকা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গুলোতেও ছাত্রলীগের কমিটি কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে না। গাজীপুর মহানগর শাখার কমিটি গঠনকালে এক কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগও উঠেছে সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।
কেন্দ্রীয় নেতারা বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বেচ্ছাচারিতার জন্যই আজ ছাত্রলীগের এই দুরবস্থা। তারা নিজেদের পছন্দমতো কর্মী বাছাই করে কমিটি দিচ্ছেন। আবার এদের কাছ থেকে টাকাও নিচ্ছেন। দ্রুত ছাত্রলীগের সম্মেলন না হলে এ সমস্যা আরো বাড়বে।
তবে এসব অভিযোগের কিছুই স্বীকার করতে চান না ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। ঢাকাটাইমসকে তিনি বলেন, বর্তমানে বিভিন্ন জেলার সম্মেলন চলছে। যেহেতু জেলা কমিটি গঠন প্রক্রিয়া চলছে, সুতরাং কেন্দ্রীয় কমিটিও হবে। তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন জেলায় সম্মেলন শেষ করে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাব। প্রধানমন্ত্রী আমাদের যে তারিখ দেবেন সেই তারিখ অনুযায়ীই সম্মেলন করব।
সূত্র জানায়, ছাত্রলীগের মোট জেলা কমিটির সংখ্যা ১০১টি। এর মধ্যে বর্তমান কমিটি গত সাড়ে তিন বছরে ৩৫টি কমিটি দিয়েছে। এর মধ্যে বেশিরভাগেরই মেয়াদ শেষ।
জেলা শাখার কমিটি নিয়ে গঠনতন্ত্রে বলা আছে, প্রতিবছর জেলা শাখাগুলোর বার্ষিক সম্মেলন করতে হবে। কিন্তু এ পর্যন্ত মাত্র চারটি কমিটিতে এ নিয়ম মানা হয়েছে। তবে কমিটিগুলো গঠন নিয়ে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। এ নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ করার মতো ঘটনাও ঘটেছে।
নেতাদের অভিযোগ, মূল কমিটির দায়িত্বে থাকা শীর্ষ নেতারা জেলায় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখায় জলা কমিটিগুলোতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে।
এ ব্যাপারে জানতে ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
(ঢাকাটাইমস/ ১০ডিসেম্বর/ ইরা/ জেডএ.)