logo ২৭ এপ্রিল ২০২৫
কার্যকর না হলেও অবরোধ বহাল
মহিউদ্দিন মাহী, ঢাকাটাইমস
১৪ এপ্রিল, ২০১৫ ১৩:২৪:০৮
image

ঢাকা: অবরোধ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ নেই বলে দাবি করেছে বিএনপি। দলটির নীতির্ধারণী পর্যায়ের নেতারা বলেছেন, সারাদেশেই অবরোধ চলছে। এটি নিয়ে বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নেই। তবে হরতাল আগেই প্রত্যাহার করা হয়েছে।


জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘অবরোধ তো চলছেই। সারাদেশেই অবরোধ আছে। তবে হরতাল নেই। আমরা সিটি নির্বাচনে অংশ নিয়েছি। এ ছাড়া আমাদের আইনজীবীদের নির্বাচন আছে। সব কিছু মিলিয়ে আমরা হরতাল প্রত্যাহার করেছি।’


এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার বক্তব্য কিছু মিডিয়া ভুলভাবে উপস্থাপন করেছে। এটা কোনো সাংবাদিকতা নয়। এটা ইয়ালো সাংবাদিকতা। আমি যেটা বলেছি সেটা না বলে উল্টোভাবে উপস্থাপন করা কোনোভাবেই ঠিক না।’


গত ৬ জানুয়ারি সারাদেশে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এরমধ্যে দফায় দফায় হরতাল কর্মসূচিও ঘোষণা দেয়া হয়। কিন্তু সিটি নির্বাচনকে কেন্দ্র করে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে হরতাল প্রত্যাহার করে নেয় ২০ দলীয় জোট।


কিন্তু সারাদেশে অবরোধ আছে কি না- এনিয়ে আর কোনো ঘোষণা দেয়নি বিএনপি। ফলে জনসাধারণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে বিভ্রান্তি।


তবে অবরোধ কর্মসূচি ঘোষণার শুরুতে তা কার্যকরভাবে পালন হলেও এখন এর কোনো প্রভাব জনজীবনে নেই। রাজধানী ঢাকায় তো এর ছিটে ফোটাও নেই। এখন রাজধানীর বাইরেও জনজীবন স্বাভাবিক।


এ বিষয়ে জানতে চাইলে জমির উদ্দিন সরকার বলেন, ‘আন্দোলন কার্যকর হচ্ছে কি না, সেটা নির্ভর করছে জনগণের উপর। তবে দীর্ঘ আন্দোলনে কর্মসূচিতে কিছুটা ভাটা পড়তে পারে। এটা কোনো সমস্যা নয়।’


বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘অবরোধ তো আছেই। আমরা তো আর অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেই নাই। শুধু হরতাল প্রত্যাহার করা হয়েছে। অবরোধ চলবে।’


অবরোধের মধ্যে নির্বাচনে কিভাবে অংশ নেবেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবরোধ তো আর সিটিতে হয় না। এটা তো সিটির বাইরে হয়।’


আরেক প্রশ্নের জবাবে সেলিমা রহমান বলেন, ‘অবরোধ কার্যকর না হলেও চলবে। লম্বা আন্দোলনে এটা কোনো সমস্যা নয়।’  


(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এমএম)