সিলেট: দেশের বিভিন্ন স্থান থেকে নিখোঁজ হয়ে যাওয়া র্যাবের ২৬২ জনের তালিকার মধ্যে পাঁচজন রয়েছেন সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের।
তালিকামতে সিলেটের নিখোঁজ যুবকরা হলেন- জকিগঞ্জের মো. ছাদিকুর রহমান জুবের (২৬), কানাইঘাটের শামীম আহমদ (৩৮) ও মো. তাজুল ইসলাম রুনেল (২৫); জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর ঈশানকোনা গ্রামের বাসিন্দা সৈয়দ জাহাঙ্গীর (২৮) এবং বিয়ানীবাজারের তামিম আহমেদ চৌধুরী (২৯)। এর মধ্যে তামিম আহমেদ চৌধুরীর নাম এর আগেও গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।
তবে এই তালিকার একজন সৈয়দ জাহাঙ্গীর নিখোঁজ নন, আত্মীয়বাড়িতে অবস্থান করছেন বলে জানিয়েছেন তার স্বজনরা। তারা জানান, জাহাঙ্গীর নিখোঁজ হয়েছিলেন ঠিকই, তবে নিখোঁজের পরদিন তাকে পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরসালিন।
ওসি বলেন, সৈয়দ জাহাঙ্গীর নিখোঁজ হওয়ার পর তার স্বজনরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তাকে পাওয়ার পর আবার জিডি করা হয়। বিষয়টি র্যাব না জানায় হয়তো নিখোঁজের তালিকায় তার নাম উঠেছে।
জাহাঙ্গীরের ফুফাতো ভাই কাওছার মিয়া জানান, সৈয়দ জাহাঙ্গীর বাড়ি থেকে গাড়ি কেনার জন্য সিলেট শহরে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। পরে তাকে পাওয়া যায়। এখন তিনি সিলেটের শামীমাবাদে আত্মীয়ের বাসায় আছেন।
এদিকে, র্যাবের প্রকাশিত তালিকায় দেয়া তথ্যে অপর চারজনের মধ্যে কানাইঘাট উপজেলার কান্দলা গ্রামের মুজম্মিল আলীর ছেলে শামীম আহমেদ গত ২৭ জুন থেকে নিখোঁজ। এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে ৩ জুলাই সিলেট কোতোয়ালি থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নম্বর ১৫৬। তার বাড়ি কানাইঘাট হলেও তিনি চট্টগ্রামের পাহাড়তলীর জোলার হাটের মামুনের কলোনিতে থাকতেন বলে র্যাব জানায়। নিখোঁজ শামীম স্বল্পশিক্ষিত।
কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের মো. তাজুল ইসলাম রুনেল নিখোঁজ রয়েছেন গত বছরের ৬ ডিসেম্বর থেকে। তিনিও চট্টগ্রামের পাহাড়তলীর জোলার হাটের মামুনের কলোনিতে থাকতেন। তার নিখোঁজের পর গত বছরের ১০ ডিসেম্বর সিলেট কোতোয়ালি থানায় জিডি করা হয়। জিডি নম্বর ৬৮১। তিনি এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন বলে জানায় র্যাব।
জকিগঞ্জ উপজেলার আমলশীদ শরীফগঞ্জ গ্রাামের আব্দুল হান্নানের ছেলে মো. ছাদিকুর রহমান জুবের কবে থেকে নিখোঁজ তার তথ্য নেই র্যাবের কাছেও। তার পরিবারের পক্ষ থেকেও এখনো পর্যন্ত কোনো জিডি করা হয়নি।
বিয়ানীবাজার উপজেলার বড়গ্রাম সাদিমাপুরের শফি আহমেদ চৌধুরীর ছেলে তামিম আহমেদ চৌধুরী কবে থেকে নিখোঁজ তার তথ্য নেই। তবে র্যাব জানায়, তার পাসপোর্ট নম্বর এএফ-২৮৩৭০৭৬, ইস্যু: ০৪/০৮/২০১৩, মেয়াদ উত্তীর্ণ তারিখ: ০৩/০৮/২০১৬; পুরাতন পাসপোর্ট নং- এল০৬৩৩৪৭৮, জম্ম নিবন্ধন নং: ১৯৮৬০০৯১২৪১০০১৩৪২।
(ঢাকাটাইমস/২১জুলাই/মোআ)