logo ২১ এপ্রিল ২০২৫
জঙ্গি সন্দেহে আটক শাবিপ্রবির দুই ছাত্র মুক্ত
সিলেট প্রতিনিধি, ঢাকাটাইমস
২৬ আগস্ট, ২০১৬ ১৬:০৩:২৫
image



জঙ্গি তৎপরতায় জড়িত থাকার সন্দেহে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আটক দুই শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে র‌্যাব। জিজ্ঞাসাবাদে তাদের জঙ্গি সম্পৃক্ততার কোনো তথ্য না পাওয়ায় ছেড়ে দেয়া হয়েছে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।






এই দুই শিক্ষার্থী হলেন: ইন্ড্রাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথমম সেমিস্টারের শিক্ষার্থী মেহেদী হাসান তুহিন এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী রোকনুজ্জামান রানা। আরও পড়ুন: জঙ্গি সম্পৃক্ততা: শাবিপ্রবির আরও দুই ছাত্র আটক






বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই দুইজনকে আটক করেছিল আইনশৃঙ্খলা বাহিনীটি। তবে তাদেরকে কেন তুলে নেয়া হয়েছিল সে বিষয়ে কিছু জানাননি কর্মকর্তারা। পরে যোগাযোগ করা হলে গণমাধ্যমকে র‌্যাব কর্মকর্তারা জানান এর আগে এই বিশ্ববিদ্যালয় থেকে আটক চারজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এদেরকে তুলে আনা হয়েছে।






তবে এদেরকে জিজ্ঞাসাবাদ করে তুহিনকে বুধবারই ছেড়ে দেয়া হয়। আর রানাকে মুক্তি দেয়া হয় পরদিন।






এ বিষয়ে র‌্যাব কর্মকর্তাদের ভাষ্য পাওয়া না গেলেও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক রাশেদ তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।






গত জুলাইয়ে গুলশানের হলি আর্টিজান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণরা অংশ নিয়েছিলেন বলে প্রমাণ মেলে। এরপর বিশ্ববিদ্যালয়গুলোর ওপর নজরদারি বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী। আর গত দেড় মাসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তুহিন ও রানাসহ মোট ছয় জনকে আটক করা হয়। এই দুই জনের মুক্তি মিললেও অপর চারজন এখনও আটক আছেন।






এই শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশ কী অভিযোগ এনেছে তা স্পষ্ট নয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীটির আনুষ্ঠানিক কোনো বক্তব্যও পাওয়া যায়নি। স্থানীয় থানা থেকে জানানো হয়েছে পুলিশের টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা এদেরকে নিয়ে গেছেন। তবে পুলিশের জঙ্গিবিরোধী এই বিশেষ শাখার কর্মকর্তারাও এ নিয়ে কথা বলতে চাইছেন না।






শাহজালালের ওই চার শিক্ষার্থীর মধ্যে ১৮ জুলাই আটক হন ইন্ড্রাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের আব্দুল আজিজ, ২ আগস্ট আটক জন একই বিভাগের ইফাদ আহমেদ চৌধুরী নাহিদ, ৩ আগস্ট আটক হন ব্যবসা প্রশাসন বিভাগের সাবেক ছাত্র মোহাম্মদ জুয়েল আহমদ আর ১৮ আগস্ট আটক হন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাদমান আবেদীন।






(ঢাকাটাইমস/২৬ আগস্ট/প্রতিনিধি/এলএ)