logo ২১ এপ্রিল ২০২৫
মৃত্যুবার্ষিকীতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ছাত্রদল নেতা
জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
২৬ আগস্ট, ২০১৬ ১৯:৫৪:৪৫
image




সাবেক ছাত্রদল নেতার মৃত্যুবার্ষিকীতে গিয়ে নিজেই লাশ হয়ে ফিরলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম তুষার।



শুক্রবার বিকাল চারটার দিকে ছাত্রদলের সাবেক নেতা হাবিবুর রহমান কবিরের কবরে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। তুষার বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৩৮তম ব্যাচের  ও শহীদ সালাম-বরকত হলের ছাত্র ছিলেন।  তার গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানার ওসমানগঞ্জ গ্রামে।



প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা হাবিবুর রহমান কবিরের ২৭তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানাতে আশুলিয়ার কাঠগড়ায় যান ছাত্রদলের নেতাকর্মীরা। পরে কবর জেয়ারত শেষে তুষার বিআরটিসি বাসে সাভারে ফিরছিলেন। এ সময় বাসটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীতে শেখ হাসিনা যুব উন্নয়নকেন্দ্রের সামনে এলে ময়লা বোঝাই ট্রলির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তুষার গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে সাভার এনাম মেডিকেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।



তুষারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও জাবি শাখা ছাত্রদল।



(ঢাকাটাইমস/২৬ আগস্ট/প্রতিনিধি/এলএ)