‘হল চাই’ স্লোগান নিয়ে শহীদ মিনারে জগন্নাথের শিক্ষার্থীরা
ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
২৬ আগস্ট, ২০১৬ ১৬:৫১:৩৯

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জায়গায় হল নির্মাণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে সমাবেশ করছে।
বিকাল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই সমাবেশের আয়োজন করা হয়। এর আগে থেকেই বিভিন্ন স্থান থেকে আসা হাজারো শিক্ষার্থী শহীদ মিনারের মূল বেদীর সামনে এসে জড়ো হতে থাকে। সবার মুখে একটাই স্লোগান 'হল চাই'।
সমাবেশে বুদ্ধিজীবী, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগাম বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে অংশ নেন।
সমাবেশে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, ‘ঢাকার কেন্দ্রে থেকেও জগন্নাথের শিক্ষার্থীরা হল পাচ্ছে না, বরঞ্চ গুলি, কাঁদানে গ্যাস খাচ্ছে। হল ছাত্রদের অধিকার, তাদেরকে সে অধিকার তাদের ফিরিয়ে দিতে হবে।’
প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে জগন্নাথ শিক্ষার্থীদের পদযাত্রা কর্মসূচিতে পুলিশের বাধায় আহত ছাত্র মিঠুন বলেন, ‘হলের জন্য কেন আমাকে গুলি খেতে হল। এই হলতো আমাদের পাওনা। দাবি আদায় না হওয়া পর্যন্ত একজন ছাত্রও পিছপা হবে না।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শান্ত বলেন, ‘আমরা আমাদের হল পেয়েছি। অথচ আমাদের জগন্নাথের শিক্ষার্থীরা হল পাবে না এটা হতে পারে না। হল আন্দোলনে আমরা সর্বদা আপনাদের পাশে আছি।’
সমাবেশে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরাম আব্দুল্লাহ ঢাকাটাইমসকে বলেন, সবাই এখানে এসেছে হল নির্মাণের দাবিতে তাদের অবস্থানের কথা জানাতে। আর আমাদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।’
বিশ্ববিদ্যালয়টির আরেক শিক্ষার্থী গোলাম রাব্বি বলেন, আমাদের দাবি মানা না হলে রবি ও সোমবার ছাত্র-শিক্ষক সবাই বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বর্জন করবে।
নাজিমউদ্দিন রোড থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানিগঞ্জে স্থানান্তরের পর থেকেই এই জায়গায় হল নির্মাণের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত সপ্তাহের প্রায় পুরোটা সময় তারা ক্যাম্পাসে ধর্মঘট ডেকে পুরান ঢাকায় সড়কে নেমে বিক্ষোভ করে। গত বুধবার পল্টন মোড়ে অবস্থান শেষে শুক্রবার কেন্দ্রীয় শহীদমিনারে সংহতি সমাবেশের ঘোষণা দেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রেক্ষিতে প্রশাসনের অবস্থান এখন পর্যন্ত জানা না গেলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান গণমাধ্যমকর্মীদেরকে জানিয়েছেন, ছাত্রদের আবাসনের ব্যবস্থা করতে ১০ তলার একটি হল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বুড়িগঙ্গার ওপারে কেরানীগঞ্জে দ্রুততম সময়ে এই হল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
২০০৫ সালে অনাবাসিক হিসেবে যাত্রা শুরু করা বিশ্ববিদ্যালয়টির ১১টি হল ও ছাত্রাবাস থাকলেও সেগুলো বেদখল হয়ে যায়। এগুলো দখলমুক্ত করার দাবিতেও ২০০৭ সাল থেকে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা।
(ঢাকাটাইমস/২৬আগস্ট/প্রতিনিধি/ডব্লিউবি)