‘শিক্ষার মানোন্নয়নে গবেষণার বিকল্প নেই’
রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
২৭ আগস্ট, ২০১৬ ০৯:৩৯:২৬

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে শিক্ষকদের গবেষণাকর্মে আরো মনোযোগী হতে হবে। মৌলিক জ্ঞান সৃষ্টি করতে হবে। অন্যের গবেষণাকর্ম হুবহু কপি করার অভ্যাস বন্ধ করতে হবে। কারণ শিক্ষার মান উন্নয়নে গবেষণার কোনো বিকল্প নেই।’
শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুবেরি ভবনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার পরিবেশ ও গবেষণার মান উন্নয়ন বিষয়ক’ এ মতবিনিময় সভার আয়োজন করে।
অধ্যাপক মান্নান বলেন, ‘গবেষণা খাতে চলতি অর্থবছরে ৭৫ শতাংশ অর্থ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খেয়াল রাখতে হবে গবেষণা খাতের এই অর্থ যেন কার্যকর ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যথাযথভাবে দায়িত্ব পালন করছে কিনা এ বিষয়েও নজর রাখতে হবে।
সভায় সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সাহা আজম শান্তনুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সুমন হোসেন, ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. এএনএম মাসউদুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. ফজলুল হক, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহা. সাখাওয়াত হোসেন, ইনস্টিউট অব বাংলাদেশ স্টাডিজের পরিচালক অধ্যাপক স্বরোচিষ সরকার প্রমুখ।
সভায় বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়ন, প্রত্যেক শিক্ষকের জন্য চেম্বার, শিক্ষকদের আবাসন সমস্যা সমাধান, প্রাত্যহিক ক্লাস-পরীক্ষার রুটিন সকাল ৯টা থেকে ৫টা করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। দাবিগুলো পূরণে ইউজিসির সভাপতিকে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা সভায় রাবির দেড় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৭ আগস্ট/প্রতিনিধি/এলএ)