ছাত্র বিক্ষোভ: পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
২৭ আগস্ট, ২০১৬ ১১:৪০:৩৫

বিদ্যুৎ না থাকার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার বিকাল পাঁচটার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে ক্লাস-পরীক্ষা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যুত চলে যায়। রাত ১২টা পর্যন্ত বিদ্যুৎ না আসায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল ও শেখ হাসিনা হলের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।
পুলিশ জানায়, রাত ১২টার পর শিক্ষার্থীরা পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তারা বিশ্ববিদ্যালয়ে ফিরে গিয়ে বিভিন্ন ভবনের জানালা ও গাড়ির কাচ ভাঙচুর করে। একটি গাড়িতে আগুনও দেয় তারা।
এই পরিস্থিতিতে শনিবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি সভায় ঈদুল আযহার ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত হয়।। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আল নকীব চৌধুরী জানান, রবিবার থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঈদুল আজহার ছুটি হিসেবে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। আজ বিকালের মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/২৭আগস্ট/প্রতিনিধি/ডব্লিউবি)